কবে খুলবে দীঘার জগন্নাথ মন্দির? বড় আপলোড দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published on:

When Rathayatra Will Be Performed In Digha Jagannath Temple

এবার আর জগন্নাথ দর্শনের জন্য উড়িষ্যার পুরীতে যেতে হবে না। কারণ পশ্চিমবঙ্গের দীঘাতেই খুলে যাবে নতুন জগন্নাথ মন্দির। এই ঘোষণা অনেক আগেই করেছিল রাজ্য সরকার। দীঘাকে পর্যটনের উদ্দেশ্যে নতুনভাবে সাজাতে তৎপর প্রশাসন। কাজ চলছে দ্রুতগতিতে। এই বছরের রথযাত্রাতেই দীঘাতে মন্দির খোলার কথা ছিল। সেই কাজ বর্তমানে কতদূর? জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল এই বছরের রথযাত্রাতেই দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন অনুষ্ঠান হবে। পুরীর পাশাপাশি জগন্নাথ দেবের রথের চাকা গড়াবে দীঘাতেও। কিন্তু শেষ পর্যন্ত বাঙালির সেই আশায় জল পড়লো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এই বছর দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে না। আরও একটি বছর অপেক্ষা করতে হবে।

৫ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন পরের বছর রথযাত্রার আয়োজন করা হবে দীঘাতে। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “দীঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনো শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরী।”

দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথের কাঠামো নির্মাণ হয়ে গিয়েছে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে রথের সড়ক তৈরীর কাজ চলছে জোর কদমে। দীঘার সমুদ্র সৈকত এবং রাস্তা থেকে অস্থায়ী দোকান এবং ঝুপড়ি সরিয়ে ফেলা হয়েছে। রাস্তার পাশে থাকা লাইট স্ট্যান্ড উপরে ফেলা হয়েছে। রাস্তা মেরামতের কাজ চলছে।কিন্তু পরিকাঠামোগত কিছু কাজ এখনো করা হয়নি। রথ যাত্রার উদ্বোধন আরও এক বছর পিছিয়ে গেল।

আরও পড়ুন : মাত্র ৪৫ টাকায় ঘুরে আসুন দীঘা! এক ধাক্কায় কমে গেল দীঘা বেড়ানোর খরচ!

Digha Jagannath Temple

আরও পড়ুন : পুরীর জগন্নাথ মন্দিরের অজানা ১০ রহস্য যার সমাধান আজও হয়নি

পুরীর মত দীঘার জগন্নাথ মন্দিরও হবে আকর্ষণীয়। উড়িষ্যা থেকে দক্ষ কারিগর এনে ১৫ ফুট উচ্চতার তিনটি রথের কাঠামো গড়ে তোলা হয়েছে। একটির রং গাঢ় সবুজ, অপরটির রং কমলা এবং আরেকটির রং হলুদ। পুরীর মত দীঘার রথের চুড়োও রঙিন কাপড়ে মুড়ে ফেলা হবে। রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে আনা হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। যদিও সেই মূর্তির মোড়ক খোলা হয়নি এখনো। মন্দিরের অন্দর সজ্জা হয়ে যাওয়ার পর মূর্তিগুলোকে স্থাপন করা হবে।