স্টেশন মাস্টার হোক বা টিটিই! শুধু মহিলারা চালায় ভারতের এই ৫ রেলস্টেশন

Published on:

These 5 Rail Stations In Indian Railways Conducted By Women Employees

পুরুষদের থেকে কোনও অংশেই কম নন এই যুগের মেয়েরা। ঘরে বাইরে সমান তালে সমানভাবে কাজ করেন নারী-পুরুষ নির্বিশেষে। তার অন্যতম বড় প্রমাণ ভারতের কয়েকটি রেলস্টেশন। যেখানে মহিলারাই রেল স্টেশনগুলোকে পরিচালনা করেন। এখানে টিকিট চেকার থেকে শুরু করে স্টেশন মাস্টার, নিরাপত্তার কাজে মোতায়েন সৈন্য সবাই নারী।

রাজস্থানের জয়পুর

রাজস্থানের জয়পুরের গান্ধীনগর রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যেখানে মহিলা কর্মচারীদের দিয়ে স্টেশন পরিচালনা হয়। এখানে নিযুক্ত রেল কর্মীরা সকলেই মহিলা।

Indian Railways

মুম্বাইয়ের মাটুঙ্গা রেলস্টেশন

মুম্বাইয়ের মাটুঙ্গা রেলস্টেশনে রয়েছে এই তালিকায়। কেবল মহিলা রেলকর্মীদের দ্বারা পরিচালিত হয় এই স্টেশন। ২০১৮ সালে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছিল এই রেল স্টেশন।

মহারাষ্ট্রের নাগপুরের আজনি রেলওয়ে স্টেশন

মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে আজনি রেলওয়ে স্টেশন। মহিলা কর্মীরাই কাজ করেন এখানে। মোট ২২ জন মহিলা রেল কর্মীকে নিয়ে এই স্টেশন পরিচালনা হয়।

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রার দিন শেষ! ধরপাকড় শুরু করল রেল, চালু হল বিশেষ ব্যবস্থা

Indian Railways

আমেদাবাদের মণিনগর রেল স্টেশন

আহমেদাবাদের মণিনগর রেল স্টেশনে কর্মরত কর্মচারীরা সকলেই মহিলা। এখানে ২৩ জন কেরানী কাজ করেন। ১ জন স্টেশন মাস্টার এবং ২ জন পয়েন্ট পারসন রয়েছেন। সেইসঙ্গে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ১০ জন মহিলা সেনা রয়েছেন।

আরও পড়ুন : লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! এই নিয়ম না মানলে হবে কঠিন শাস্তি

চন্দ্রগিরি রেলস্টেশন

সর্বশেষ রেলস্টেশনের নামটি হল চন্দ্রগিরি। এখানে স্টেশন মাস্টার, নিরাপত্তা কর্মী, রেল পুলিশ সকলেই মহিলা। অন্ধপ্রদেশে রয়েছে এই রেল স্টেশন।