প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী বিমানে সফর করেন এই ভারতে। যাত্রী সুবিধার্থে তৎপর বিমান কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তির ব্যবহারে যাত্রীদের যাতে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া যায় সম্প্রতি তার ব্যবস্থা করেছে হায়দ্রাবাদ বিমানবন্দর। সেখানে যাত্রীদের সঙ্গে স্মার্ট ট্রলির দেখা মিলেছে। কী এই স্মার্ট ট্রলি? কী কী সুবিধা পাবেন এর থেকে? জানুন বিস্তারিত।
স্মার্ট ট্রলি কী?
বিমানবন্দরে মালপত্র সহজে বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি ব্যবহার করেন যাত্রীরা। তাদের সুবিধার্থে এবার স্মার্ট ট্রলির ব্যবস্থা করা হয়েছে। এই ট্রলি যেমন দিকনির্দেশনা দেবে, তেমনই বিমান কখন ছাড়বে, কত নম্বর গেট ধরে বিমানের কাছে পৌঁছাতে হবে ইত্যাদি সব তথ্য জানাবে যাত্রীদের। যার ফলে যাত্রীদের হয়রানি কমবে বলেই আশা করা হচ্ছে।
স্মার্ট ট্রলির মাধ্যমে কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
- স্মার্ট ট্রলিতে থাকবে ল্যাপটপের মত একটি বড় স্ক্রিন। তাতে বোর্ডিং পাস স্ক্যান করাতে হবে।
- বোর্ডিং পাস স্ক্যান করালে বিমান সম্পর্কে তথ্য পাবেন। বিমান কোন সময়ে ছাড়বে, কত নম্বর গেট দিয়ে যেতে হবে এই স্ক্রিন থেকে জানতে পারবেন।
- অনলাইনে বিমান সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন।
- বিমানের কাছাকাছি পৌঁছানোর জন্য পথনির্দেশ দেবে স্মার্ট ট্রলি।
- বিমানবন্দরে কোথায় কফি শপ বা রেস্তোরাঁ আছে সেই তথ্য মিলবে।
- স্মার্ট ট্রলি ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন।
আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট
স্মার্ট ট্রলি ব্যবহারের জন্য কত খরচ পড়বে?
আপাতত স্মার্ট ট্রলি ব্যবহারের জন্য যাত্রীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে না। অর্থাৎ যাত্রীরা বিনামূল্যে বিমানবন্দর থেকে স্মার্ট ট্রলি পেয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা
Smart Trolley at Hyderabad Airport.
Digital India is progressing well indeed. pic.twitter.com/qwXLfSNcoy— Raj Lakhani (ModiKaParivar) (@captrajlakhani) December 14, 2023
কোথায় কোথায় মিলবে স্মার্ট ট্রলি ব্যবহারের সুবিধা?
আপাতত দেশের সব বিমানবন্দরে স্মার্ট ট্রলি চালু করা সম্ভব হয়নি। কেবল হায়দ্রাবাদ বিমানবন্দরের যাত্রীরাই স্মার্ট ট্রলি ব্যবহার করতে পারছেন। তবে যাত্রীদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারের পর যেভাবে স্মার্ট ট্রলির জনপ্রিয়তা বাড়ছে তাতে আগামী দিনে দেশের প্রত্যেকটি বিমানবন্দরেই এই পরিষেবা চালু হলে যে যাত্রীরা খুশি হবেন তা বলাই বাহুল্য।