লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! এই নিয়ম না মানলে হবে কঠিন শাস্তি

Published on:

Kolkata Highcourt New Verdict On Ladies Coaches In Sealdah Division

প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী লোকাল ট্রেন মারফত যাতায়াত করেন। নারী-পুরুষ নির্বিশেষে লোকাল ট্রেনই ভরসা। তবে এবার এই লোকাল ট্রেন সম্পর্কে একটি বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় এসেছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা নিয়ে। মহিলাদের সুরক্ষার্থে কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ এল।

প্রত্যেক লোকাল ট্রেনেই মহিলাদের জন্য সংরক্ষিত বিশেষ কামরা থাকে। যেখানে কেবল মহিলারাই সফর করতে পারেন। তবুও দেখা যায় রেলের নিয়ম অমান্য করে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন পুরুষ যাত্রীরা। এতে সমস্যার সম্মুখীন হন মহিলারা। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও বেঁধে যায়।

LADIES COACHES IN INDIA

লোকাল ট্রেনের মহিলা কামরায় এভাবে পুরুষ যাত্রীদের উঠে পড়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন মহিলা। শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেনের কোচে পুরুষ যাত্রীরা উঠে পড়ছেন বলে অভিযোগ ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে বড় রায় দিয়েছে উচ্চ আদালত।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে বলেছেন ট্রেনের মহিলা কামরাতে যাতে পুরুষ যাত্রীরা উঠতে না পারেন তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা স্টেশনে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়াতে হবে। রেলকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বদলে গেল রেলের তৎকাল টিকিট কাটার নিয়ম! এবার মিলবে এইসব সুবিধা

LADIES COACHES IN INDIA

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রার দিন শেষ! ধরপাকড় শুরু করল রেল, চালু হল বিশেষ ব্যবস্থা

কলকাতা হাইকোর্টের এই রায়কে সাধুবাদ জানাচ্ছেন মহিলারা। আসলে নিয়ম থাকলেও তা অমান্য করে অনেক পুরুষ যাত্রী মহিলাদের কামরায় উঠে পড়েন। বাধা দিতে গেলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলেছেন যদি একটিও অভিযোগ সত্যি হয় তাহলে তা দুর্ভাগ্যজনক। রেলকে আরও কড়া হতে হবে এর বিরুদ্ধে।