অনেকেরই স্বপ্ন থাকে হানিমুনে বিদেশের কোনও এক জায়গাতে ঘুরতে যাবেন মনের মানুষকে সঙ্গে নিয়ে। কিন্তু সাধ আর সাধ্য সবসময় একসঙ্গে কুলায় না। কিন্তু তাই বলে কি হানিমুনে যাবেন না? যদি বাজেট কম থাকে তাহলে বিদেশে কেন, নিজের দেশেই একাধিক হানিমুন ডেস্টিনেশন পাবেন। এই জায়গাগুলোতে গেলে বিদেশে না যেতে পারার আফসোস দূর হবে। দেখুন এক নজরে।
কেরালার কুমারাকম
ঘুরে আসতে পারেন কেরালার কুমারাকম থেকে। এখানে অনেক বিলাসবহুল হোটেল এবং রিসোর্ট রয়েছে। আয়ুর্বেদিক স্পা, ভিভান্তা বাই তাজ, দ্য জুরি কুমারাকম কেরালা রিসোর্ট, বিলাসবহুল হোটেল এবং রিসোর্টে থাকা ও খাওয়ার পর বিদেশে না যেতে পারার দুঃখ ঘুচে যাবে।
উদয়পুর
যদি রাজকীয়তার সঙ্গে হানিমুন কাটাতে চান তাহলে নিঃসন্দেহে চলে যান রাজস্থানের উদয়পুরে। এখানে অনেক প্রাসাদ রয়েছে। ওবেরয় উদয়ভিলাস, তাজ প্যালেস এবং ললিত লক্ষ্মী বিলাস প্রাসাদ খুবই বিখ্যাত এখানে। বহু মানুষ এখানে ডেস্টিনেশন ওয়েডিং করতে আসেন। রাজাদের আমলের প্রাসাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল।
আন্দামান
যদি দ্বীপপুঞ্জ এবং সমুদ্র সৈকতের মাঝে হারিয়ে যেতে চান দুটি মানুষ তাহলে চলে যান আন্দামানে। হ্যাভলক আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার এবং নিল আইল্যান্ডের মাঝে কয়েকটা দিন কাটাতে পারলে ভালোই লাগবে। এখানে থাকা এবং খাওয়ার খরচ অনেক বেশি। তবুও বহু দম্পতি এখানে হানিমুন কাটাতে আসেন।
কাশ্মীর
কাশ্মীরের কথা না বললে কীভাবে হবে? পৃথিবীর স্বর্গ কাশ্মীর। নবদম্পতিদেরও খুবই পছন্দের এই জায়গা। সমগ্র বিশ্ব কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ। এখানে কয়েকটা দিন কাটালে মন ও শরীর তরতাজা হয়ে যায়। তবে কাশ্মীর ঘোরার খরচটাও কিন্তু বেশ বেশি।
আরও পড়ুন : দিগন্ত জুড়ে রঙিন ফুলের জলসা দেখতে ঘুরে আসুন ভারতের এই রঙিন ফুলের দেশ থেকে
আরও পড়ুন : ভারতের এই ৫ রাজবাড়িতে রাজার হালে থাকতে পারবেন আপনিও! জেনে নিন খরচ
গোয়া
লাস্ট বাট নট দ্যা লিস্ট, গোয়া। দেশ বিদেশ থেকে বহু মানুষ ভারতের গোয়া ভ্রমণে আসেন। হানিমুন ডেস্টিনেশন হিসেবেও গোয়ার বেশ চাহিদা রয়েছে। জুরি হোয়াইট স্যান্ডস, লীলা গোয়া, রামাদা ক্যারাভেলা বিচ রিসর্টে সময় কাটাতে পারবেন নবদম্পতিরা।