মাত্র ৪৫ টাকায় ঘুরে আসুন দীঘা! এক ধাক্কায় কমে গেল দীঘা বেড়ানোর খরচ!

Published on:

Howrah To Digha Local Train Fare Is Now Only 45 Rupees Know Details

দীঘা বেড়ানোর প্ল্যান করছে? বর্ষার এই মরসুমে দীঘার সমুদ্রের উত্তাল রূপ দেখার পাশাপাশি হরেক রকমের মাছ এবং সিফুডের স্বাদ নিতে পারবেন। যারা সামনেই দীঘা যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য রয়েছে একটা বড় সুখবর। কারণ দীঘা বেড়ানোর খরচ এবার অনেকটাই কমে গেল। মাত্র ১০০ টাকারও কমে দীঘা যাতায়াত করতে পারবেন। জেনে নিন কীভাবে।

সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত নির্বিশেষে সমুদ্র সৈকত ভ্রমণের সাধ মেটাতে পারেন দীঘায় ভ্রমণ করে। দীঘাতে যাতায়াত থেকে শুরু করে বেড়ানো, খাওয়া-দাওয়া, থাকা ইত্যাদির খরচ থাকে সাধারণের নাগালের মধ্যেই। কিন্তু সম্প্রতি দিঘাগামী নতুন একটি ট্রেনের রুট খুলে গেল। যার ফলে আরও সস্তায় দীঘা ভ্রমণ করা যাবে।

Digha

এবার থেকে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আপনি দীঘা পৌঁছে যেতে পারবেন। যদিও সরাসরি ট্রেন পাবেন না। প্রথমে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে মেচেদা বা পাঁশকুড়া পর্যন্ত আসতে হবে।। প্রতিদিন ৮.০২ মিনিটে মেচেদা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে লোকাল ট্রেন ছাড়ে। হাওড়া থেকে মেচেদা লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা। মেচেদা থেকে দীঘার ভাড়া ৩০ টাকা।

অর্থাৎ প্রত্যেক বার মাত্র ৪৫ টাকা দিয়ে আপনি যাওয়া কিংবা আসা করতে পারবেন। সব মিলিয়ে দীঘা যাতায়াতের খরচ ১০০ টাকারও কম হবে। বর্তমানে হাওড়া থেকে লোকাল ট্রেন মারফত দীঘা পৌঁছাতে ৫ ঘন্টার একটু বেশি সময় লাগে। লোকাল ট্রেন মারফত এইভাবে যাতায়াত করলেই যাতায়াতের ভাড়া সব থেকে কম লাগবে।

আরও পড়ুন : এজেন্টদের পাল্লায় সর্বস্বান্ত হওয়ার দিন শেষ! দিঘাতে হোটেল বুকিংয়ে প্রতারিত হলে অভিযোগ জানান এইভাবে

Digha

আরও পড়ুন : বদলে গেল বর্ষায় দীঘা ঘোরার নিয়ম! মানলে মজা, নাহলে বিরাট সাজা

বর্তমানে পর্যটনের উদ্দেশ্যে দীঘাকে আরও আকর্ষণীয়ভাবে সাজানো হচ্ছে। জুলাই মাস থেকেই গোয়ার মত দীঘা সমুদ্র সৈকতে ভাসবে বিলাসবহুল ক্রুজ। যা পর্যটকদের মনে দীঘা নিয়ে আলাদাই উৎসাহের মাত্রা যোগ করে দেবে। তার উপরে আবার দীঘা যাতায়াতের খরচও বেশ কমে গেল। এবার স্বচ্ছন্দে সমুদ্র ভ্রমণ করতে পারবেন যে কেউ।