মাটির বুকে এক টুকরো স্বর্গ, ‘ভূস্বর্গ’ কাশ্মীরকে ঠিক এই ভাবেই বর্ণনা করেন যারা কাশ্মীরের রূপ দেখেছেন। বরফে ঢাকা পাহাড় যেমন পাবেন, তেমনই এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলের গালিচা বিছানো বাগান দেখবেন। আর রয়েছে পরিষ্কার টলটলে নীল হ্রদের জল। অনেকেই গরমের সময়ে কাশ্মীর যাওয়ার প্ল্যান করেন। গরমে কাশ্মীর গেলে কি বরফ দেখতে পাবেন? কোন সময়টা কাশ্মীর ঘোরার জন্য আদর্শ? জানুন এই প্রতিবেদন থেকে।
কোন সময় যাবেন কাশ্মীর?
শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তে কাশ্মীরের আলাদা আলাদা রূপ ফুটে ওঠে। মার্চ থেকে এপ্রিল, অর্থাৎ বসন্ত কালে কাশ্মীরের আবহাওয়া থাকে খুবই মনোরম। তাপমাত্রা থাকে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফুলে ফুলে ভরে যায় কাশ্মীর উপত্যকা। এই সময় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেনে টিউলিপ উৎসব চলে। লাল, হলুদ, সাদা, বেগনি রঙের হাজার হাজার টিউলিপ দেখবেন বাগানে।
গরম কালে কাশ্মীরের তাপমাত্রা থাকে ১২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবার অনেকেই সেপ্টেম্বর-অক্টোবরের সময় মানে দুর্গাপূজার সময় কাশ্মীর যান। তখন কাশ্মীরে তাপমাত্রা থাকে ৯ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে যদি আপনি বরফ দেখতে চান তাহলে আপনাকে শীতের সময় যেতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে কাশ্মীরের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে।
কাশ্মীরে কী কী দেখবেন?
- শ্রীনগরের ডাল লেক, এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল, শংকরাচার্যের মন্দির।
- কাশ্মীর ভ্যালি, কারাকোরাম ও পীর-পাঞ্জাল রেঞ্জের মাঝে অবস্থিত। আপনি ১৩০ কিলোমিটার পথে ট্রেকিং করতে পারবেন। অনেকে বাইকিং করেন এই পথে।
- প্যাহেলগাঁও, রাফটিং করতে পারেন।
- সোনমার্গ, অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে স্লেজিং, স্নো বাইক, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন।
- গুলমার্গে রাইডিং, প্যারাডাইডিং করতে পারবেন। এই জায়গা প্রায় সারা বছরই বরফাবৃত থাকে।
- বাবা রেশির মাজার,
- খিলানমার্গ,
- গলফ কোর্স,
- সেন্ট ম্যারি চার্চ,
- এলপাথর লেক,
- বায়োস্ফিয়ার রিজার্ভ,
- আফারওয়াত পিক,
- বৈষ্ণো দেবী মন্দির,
- কুপওয়ারা,
- অনন্ত নাগ,
- নিশাত গার্ডেন,
- শালিমার গার্ডেন,
- খিলানমার্গ,
- হেমিস ন্যাশনাল পার্ক,
- দুধপাথরি,
আরও পড়ুন : বাংলার সেরা ১০টি হিল স্টেশন, গরমে বেড়ানোর জন্য একেবারে আদর্শ
কীভাবে যাবেন কাশ্মীরে?
কলকাতা থেকে ট্রেনে করে কাশ্মীর যেতে পারেন সরাসরি। জম্মু তাওয়াই এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস এবং হামসাফার এক্সপ্রেস ধরতে পারেন। এছাড়া হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে নতুন দিল্লি পর্যন্ত গিয়ে নতুন দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস ধরে জম্মু পর্যন্ত যাওয়া যায়।
আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় দার্জিলিং! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? দেখুন ট্যুর প্ল্যান
যদি আকাশ পথে যেতে চান তাহলে কলকাতা বিমানবন্দর থেকে শ্রীনগর বিমানবন্দরে নামতে হবে। এছাড়া আপনি কলকাতা থেকে দিল্লী পর্যন্ত যেতে পারেন ট্রেনে অথবা বিমানে। তারপর দিল্লি থেকে কাশ্মীর পৌঁছানোর সরাসরি ফ্লাইট পেয়ে যাবেন। আবার দিল্লি থেকে জম্মু ও শ্রীনগরের পথে অসংখ্য বাস এবং ক্যাব মিলবে।