রথে পুরী যাবেন? চালু হল স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি

Published on:

Rath Yatra Special Train From Malda And Sealdah Know Details

রথযাত্রা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ৭ জুলাই থেকে গোটা দেশ জুড়ে পালন হবে রথ উৎসব। ধুমধাম করে রথের উৎসব পালন হবে উড়িষ্যার পুরীতে। দেশ বিদেশ থেকে ভক্তদের সমাবেশ হবে। আর সেই কারণে যাতায়াতের যাতে কোনও সমস্যা না হয় সেই উদ্দেশ্যে একাধিক স্পেশাল ট্রেন চালু হয়েছে দেশ জুড়ে। বাংলা থেকেও একাধিক রথযাত্রা স্পেশাল ট্রেন ছাড়বে। এই প্রতিবেদনে রইল তার সুলুক সন্ধান।

রথযাত্রার উৎসবে পুরী যেতে চান আপনি? তাহলে আর চিন্তা কিসের? ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকেও দুটি রথযাত্রা স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদা এবং মালদা টাউন থেকে ছাড়বে এই দুটি ট্রেন। যার ফলে ভ্রমণার্থীদের সুবিধা হবে।

PURI

রথযাত্রা উপলক্ষে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা থেকে খুরদা রোড এবং মালদা টাউন থেকে মালতীপতপুরে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে অতিরিক্ত ৮,৩০০টি বার্থের ব্যবস্থা করা হয়েছে। যার ফলে আরও বেশি সংখ্যক মানুষ পুরী যেতে পারবেন বাংলা থেকে। নিজের চোখে জগন্নাথের দর্শন করতে পারবেন রথযাত্রার পূণ্য উৎসবে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ০৩১০১ শিয়ালদা-খুরদা রোড স্পেশ্যাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে শিয়ালদা রাত ১২:০৫ মিনিটে ছাড়বে এবং ওইদিনই সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে । আবার ০৩১০২ খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে বিকেল ০৪:৪০ মিনিটে‌ছাড়বে এবং পরের রাত ২টোয় শিয়ালদা পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে।

আরও পড়ুন : ভুলে যান দিঘা-মন্দারমনি, মৎসপ্রেমী বাঙালির সেরা ঠিকানা এখন যমুনাসুল সমুদ্র সৈকত

Train

আরও পড়ুন : যেতে হবে না পুরী! রথযাত্রায় এই বাংলায় জগন্নাথ দর্শন হবে ১০ জায়গায়

অন্যদিকে ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ভোর ০৩:৫৫ মিনিটে মালতীপতপুর পৌঁছাবে । অন্যদিকে ০৩৪২০ মালতীপতপুর-মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে এবং ওই দিনই রাত ১১:৪৫ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনটি যাত্রাপথে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে।