ভারতীয় রেল প্রত্যেকদিন কোটি কোটি মানুষকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। ভারতে প্রায় ২০০ বছর ধরে রেল পরিবহন ব্যবস্থা রয়েছে। তবুও আজও এর একাধিক বিষয় সাধারণ মানুষের কাছে অজানা। যেমন ভারতীয় রেলের শেষ কামরার পেছনে X কেন লেখা থাকে এই প্রশ্ন অনেকের মনে উঠলেও তার উত্তর জানেন না। আজকের এই প্রতিবেদন থেকে জানুন রেলের এই অজানা তথ্য।
ট্রেনের একেবারে শেষ কামরার পেছনে গোটা দেওয়াল জুড়ে বড় করে X লেখা থাকতে প্রায় সকলেই দেখেছেন। কখনো সাদা, কখনো হলুদ রঙ দিয়ে আঁকা থাকে এই অক্ষর। কিন্তু কেন এই অক্ষর লেখা থাকে? এর দ্বারা কী বোঝানো হয়? এসব অনেকেই জানেন না বা বোঝেন না। সম্প্রতি এর উত্তর দিয়েছে রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেলওয়ে সম্প্রতি X হ্যান্ডেলে এই অজানা প্রশ্নের উত্তর দিয়েছে। তাতে জানানো হয়েছে ট্রেনের কামরার পেছনে X লেখা থাকার অর্থ হল এটাই ট্রেনের শেষ কামরা। এরপরে আর কোনও কোচ অবশিষ্ট নেই। X লেখা কামরা দেখানোর অর্থ হল ট্রেনটির আর কোনও কামরা রেললাইন পার হতে বাকি থাকল না। ওই ট্রেনের সব কামরা সঠিকভাবে লাইন পেরিয়ে গিয়েছে।
ট্রেনের শেষ কামরা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। ধরা যাক কোনও দূরপাল্লার ট্রেনের শেষ কামরার পিছনে এরকম কোনও চিহ্ন নেই। এবার ওই ট্রেন পেরোনোর সময় তার কোনও একটি কামরা ট্র্যাকের উপর থেকে গিয়েছে। এবার যদি ওই লাইনে আরেকটি ট্রেন এসে পড়ে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটা অনিবার্য।
Did you Know?
The letter ‘X’ on the last coach of the train denotes that the train has passed without any coaches being left behind. pic.twitter.com/oVwUqrVfhE
— Ministry of Railways (@RailMinIndia) March 5, 2023
যেহেতু ট্রেনের কামরার পেছনে বড় করে X অক্ষরটি সাদা কিংবা হলুদ রঙে লেখা থাকে তাই অনেক দূর থেকেও তা চোখে পড়বে। শেষ কামরায় X অক্ষর না দেখলে স্টেশন মাস্টার সতর্কবার্তা জারি করেন। X অক্ষরযুক্ত শেষ কামরা দেখার পরই পরবর্তী ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি।
আরও পড়ুন : কমে গেল ট্রেনের ভাড়া! এবার জলের দামে ছুটবে এইসব ট্রেন
আরও পড়ুন : বদলে গেল হাওড়া ডিভিশনের একাধিক ট্রেনের টাইম! দেখুন নতুন টাইম টেবিল
এছাড়াও বেশ কিছু ট্রেনে X চিহ্নের পাশাপাশি LV লেখা থাকে। এর অর্থ হল যানবাহন। ছোট বোর্ডে হলুদ রংয়ের উপর কালো রং দিয়ে হাইলাইট করা থাকে LV লেখাটি। X চিহ্নের নিচে একটি লাল আলো দেওয়া থাকে। যাতে রাতের অন্ধকারে চিহ্নটি বোঝা না গেলেও লাল আলো দেখে শেষ কামরা চিনে নেওয়া যায়।