শীত, গ্রীষ্ম, বর্ষা নির্বিশেষে দার্জিলিং বরাবরই পাহাড়প্রেমী বাঙালির পছন্দের জায়গা। এখানে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। দার্জিলিংয়ের আকর্ষণ পর্যটকদের মনে এমনিতেই কম কিছু নয়। তবে এখন আবার আরও আকর্ষণীয় সাজে সেজে উঠছে দার্জিলিং। বাতাসিয়া লুপে সেলফি জোন, আধুনিক টয়ট্রেনসহ কী কী নতুন পরিষেবা পাওয়া যাবে দার্জিলিঙে জেনে নিন।
বর্ষার কারণে এখন বলতে গেলে দার্জিলিঙে পর্যটকের ভিড় বেশ কম। তবে বর্ষা কাটলেই আবার আগের ছন্দে ফিরবে শৈল শহর। তখন প্রচুর পর্যটকের ভিড় হবে। সেই কথা মাথায় রেখে কার্শিয়াংয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। রেলবোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর অসীমা মেহরোত্রার নেতৃত্বে এই বৈঠক হয়েছে। তাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টয়ট্রেন পরিষেবাকে আরও বেশি আধুনিক করে তোলার জন্য কাজ হচ্ছে এখন। টয় ট্রেনের রেল লাইনের পাশের জবরদখল দূর করার ব্যাপারে আলোচনা হয়েছে। জবরদখল যারা করেছেন তাদের বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। টয়ট্রেন পরিষেবা আধুনিক হলে পর্যটকদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বাতাসিয়া লুপে সেলফি জোন গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। সুকনা, ঘুম এবং দার্জিলিং মিউজিয়ামকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হবে। শিলিগুড়ি জংশন, সুকনা, ঘুম দার্জিলিং স্টেশনে ডিজিটাল কিয়স্ক বসানো হবে। এছাড়াও কার্শিয়াংয়ে দীর্ঘকাল ধরে যে রেলের ছাপাখানা বন্ধ রয়েছে সেটা কি অন্য কোনও কাজে ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : বর্ষায় দার্জিলিং বেড়ানোর জন্য সেরা এই ৪ পাহাড়ি গ্রাম, একবার গেলে আজীবন মনে থাকবে
আরও পড়ুন : কমে গেল দার্জিলিং যাওয়ার খরচ! দারুণ ব্যবস্থা নিল পশ্চিমবঙ্গ সরকার
এই ভাবেই একাধিক ক্ষেত্রে তৎপরতার সঙ্গে কাজ করে দার্জিলিংয়ের আরও উন্নয়ন সাধনের চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বর্ষাকাল চলে গেলেই পাহাড়ে আবার পর্যটকদের ভিড় বাড়বে। তাই যত দ্রুত সম্ভব এই কাজে গতি আনার চেষ্টা হচ্ছে।