রেল যাত্রীদের জন্য এবার এল এক বড় সুযোগ। এবার ভারতীয় রেলের বিশেষ একটি প্রতিযোগিতা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার জিতে নেওয়ার সুবিধার পাচ্ছেন যাত্রীরা। আপনার ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করলেই পুরস্কার পাবেন। কোথায়, কীভাবে অংশ নেবেন রেলের প্রতিযোগিতায়? জেনে নিন বিস্তারিত।
প্রত্যেকদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার সুবিধা নিচ্ছেন। ভালো-খারাপ মিলিয়ে সব রকমের অভিজ্ঞতাই রয়েছে যাত্রীদের। ভারতীয় রেল বর্তমানে তাদের পরিষেবার মান উন্নয়ন করতে সচেষ্ট। তবুও কোথাও কোথাও খামতি থেকেই যায়। এখন সেই ভুল খুঁজে বের করে শোধরানোর কাজ চলছে।
ভারতীয় রেলযাত্রার সব রকম ত্রুটি দূর করতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই যাত্রীদের থেকে এবার সরাসরি তাদের অভিজ্ঞতা জানতে চাওয়া হচ্ছে। ভারতীয় রেল মন্ত্রক দেশের প্রত্যেক নাগরিকের জন্য হিন্দিতে রেলপথ ভ্রমণ কাহিনী প্রতিযোগিতার আয়োজন করেছে। যে কেউ অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।
রেলের নিচু তলার কর্মী থেকে শুরু করে সাধারণ যাত্রী, প্রত্যেকেই নিজ নিজ অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন রেলের কাছে। আর এর মাধ্যমে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পরিষেবার ব্যাপারে জানতে পারবে। তারপর রেল পরিবহনের মান উন্নয়নের কাজ হবে। অন্যদিকে যার অভিজ্ঞতা সেরা বলে বেছে নেওয়া হবে তিনি পেয়ে যাবেন ১০,০০০ টাকার পুরস্কার।
যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তাদের হিন্দিতে ৩০০০ থেকে ৩৫০০ শব্দের মধ্যে তাদের অভিজ্ঞতা লিখতে হবে। তারপর নিজের নাম, বয়স, ঠিকানা, মাতৃভাষা, মোবাইল নম্বর, ইমেইল এবং শব্দ সংখ্যা লিখে দিতে হবে। তারপর পাঠাতে হবে ৩১৬, COFMO রেলওয়ে অফিস কমপ্লেক্স, তিলক ব্রিজ, আইটিও, নিউ দিল্লি-১১০০০২ এই ঠিকানায়।
আরও পড়ুন : কমে গেল ট্রেনের ভাড়া! এবার জলের দামে ছুটবে এইসব ট্রেন
আরও পড়ুন : বদলে গেল হাওড়া ডিভিশনের একাধিক ট্রেনের টাইম! দেখুন নতুন টাইম টেবিল
আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৩১ শে জুলাই ২০২৪। যারা জিতবেন তাদের মধ্যে থেকে প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৬০০০ টাকা দেওয়া হবে। সান্তনা পুরস্কার বাবদ কয়েকজনকে ৪ হাজার টাকা দেওয়া হবে। সঙ্গে শংসাপত্রও থাকবে।