বদলে গেল রেলের তৎকাল টিকিট কাটার নিয়ম! এবার মিলবে এইসব সুবিধা

Updated on:

Indian Railways Tatkal Ticket Booking New Rules

সম্প্রতি তৎকাল টিকিট পরিষেবায় একগুচ্ছ পরিবর্তন এনেছে ভারতীয় রেল। যার ফলে টিকিট না পেয়ে যাত্রীদের হয়রানি এবার মিটতে চলেছে। তৎকাল টিকিট কেটে টিকিট না মেলার সমস্যা এবার দূর হবে। সেই সঙ্গে টিকিট বাতিল করলে অবিলম্বে ফেরত পাবেন টাকা। কোন কোন ক্ষেত্রে এলো পরিবর্তন? দেখে নিন এক নজরে।

এতদিন কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে টাকা ফেরত দিত না রেল। কিন্তু নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে এবার তৎকাল টিকিট বাতিল করলেও টাকা ফেরত পাওয়া যাবে। কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে যাত্রীদের টিকিট মূল্যের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে। একই সঙ্গে বদলানো হয়েছে কনফার্মড তৎকাল টিকিট কাটার সময়।

Tatkal Ticket

এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে তৎকাল টিকিট কাটার সুযোগ পাওয়া যেত। নতুন নিয়ম অনুসারে এবার ১০ থেকে ৬০ দিন আগেও তৎকাল টিকিট কাটা যাবে। আর কাগজের টিকিটের বদলে পেপার লেস টিকিট চালু হল তৎকাল টিকিটের ক্ষেত্রেও। রাজধানী, শতাব্দী এক্সপ্রেসেও পেপার লেস পাওয়া যাবে।

২রা জুলাই থেকে চালু হয়ে গিয়েছে টিকিট কাটার নতুন এই নিয়মগুলো। রাজধানী, দুরন্ত মেইল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের চাহিদা যদি বেশি থাকে তাহলে আগামী দিনে একই লাইনে বিকল্প ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে এখন। এর ফলে একজন যাত্রীকেও আর টিকিট না পাওয়ার কারণে যাত্রা ক্যান্সেল করতে হবে না। প্রত্যেকেই ট্রেন সফর করতে পারবেন চাহিদা মত।

আরও পড়ুন : ট্রেন লেট হলেই ফেরত পাবেন টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি

কোন কোন নিয়মে পরিবর্তন এল?

  • তৎকাল স্পেশালে ১০ থেকে ৬০ দিন আগে টিকিট কাটতে পারবেন।
  • আগে তৎকালের কনফার্মড টিকিট বাতিল করলে টাকা ফেরত পাওয়া যেত না। এবার থেকে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন।
  • টিকিটের গায়ে এতদিন ইংরেজি এবং হিন্দিতেই সবকিছু লেখা থাকতো। তবে এবার থেকে আঞ্চলিক ভাষাতে টিকিটের প্রিন্টিং হবে।

আরও পড়ুন : বদলে গেল হাওড়া ডিভিশনের একাধিক ট্রেনের টাইম! দেখুন নতুন টাইম টেবিল

  • রাজধানী, শতাব্দীর মত ট্রেনগুলোতে পেপারলেস টিকিট চালু হবে। অনলাইনে টিকিট বুকিং করলে টিকিটের প্রিন্ট আউট প্রয়োজন পড়বে না। শুধু মোবাইলে সিট নম্বর বললেই হবে।