বর্ষাকালে দীঘা যেন হয়ে ওঠে বাংলার মিনি গোয়া। শীত এবং গ্রীষ্মের পাশাপাশি বহু মানুষ বর্ষাকালেও দীঘাতে আসতে চান। এই সময় হরেক রকম মাছ পাওয়া যায় দীঘায়। তাই ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া-দাওয়াটাও জমাটি হয়। তবে এবার থেকে দীঘা যেতে গেলে কিছু নিয়ম আপনাকে মানতেই হবে। পর্যটকদের জন্য এরকমই কিছু কড়া নির্দেশ দিল দীঘা প্রশাসন।
হোটেল বুকিং
দীঘাতে ক্রমাগত অসামাজিক কার্যকলাপ বাড়ছে। তাই পুলিশ প্রশাসন অনেক বেশি সতর্ক হয়েছে। বিশেষ করে দীঘাতে হোটেল বুকিং করতে গেলে এবার থেকে নিজের সমস্ত নথি দিতে হবে। ‘অতিথি’ পোর্টালে সমস্ত নথি দিতে হবে পর্যটকদের। পর্যটকদের জন্য হোটেল বুকিং করার সময় হোটেল কর্তৃপক্ষই এই কাজ করবে।
প্রশাসনের সতর্কতা
দীঘাতে ঘুরতে গেলে প্রশাসনের কিছু সতর্কতা আপনাকে মেনে চলতেই হবে। বিশেষ করে বর্ষার সময় দীঘার সমুদ্র থেকে সাবধান থাকতে হবে। সমুদ্র নেমে স্নান করুন বাধা নেই, কিন্তু দীঘার উত্তাল সমুদ্র থেকে সাবধান থাকুন। বর্ষাকালে দীঘা অনেক বেশি উত্তাল থাকে। বহু পর্যটক এই সময় স্নান করতে নেমে বিপদে পড়েছেন।
আরও পড়ুন : মাত্র ২২৫ টাকায় রুম! এইভাবে দীঘার ট্যুর প্ল্যান করলে বেঁচে যাবে কয়েক হাজার টাকা
আরও পড়ুন : দীঘার সমুদ্রে চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে? ভাড়া কত?
ফোন করুন এই নম্বরে
যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে তৎপর দীঘা প্রশাসন। তাই পর্যটকদের সুবিধার জন্য হোয়াইট অ্যাপ নম্বর চালু করা হয়েছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। যে কোনও অভিযোগ যদি প্রশাসনকে জানাতে হয় তাহলে ৭৫০১৩৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত ছবি কিংবা ভিডিও পাঠাতে পারেন।