সোলো ট্রাভেলের জন্য ভারতের সেরা ৪টি জায়গা

Published on:

4 Best Solo Travelling Places In India

এখন সপরিবারে ভ্রমণ কিংবা যুগলে ভ্রমণ ছেড়ে অনেকেই একাকী ভ্রমণ করতে পছন্দ করছেন। নারী-পুরুষ নির্বিশেষে বেড়ানোর জায়গা খুঁজে নিয়ে একা একাই বেরিয়ে পড়ছেন। একা একাই ঘুরে ফেলছেন অজানা-অচেনা জায়গা। এর মধ্যেও একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে। আপনিও কি এরকম একাকী ভ্রমণে ইচ্ছুক? সোলো ট্রাভেলের জায়গা খুঁজছেন? তাহলে দেখুন এই তালিকা।

ঋষিকেশ

সোলো ট্রাভেল করতে হলে নিশ্চিন্ত মনে ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের ঋষিকেশ। এই পাহাড়ি শহরের পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে গিয়েছে। রিভার রাফটিং করতে পারবেন। বাঞ্জি জাম্পিং ও ট্রেকিং করতে পারবেন। আবার এখানে যোগাসনের জন্য আশ্রম রয়েছে। বেড়ানো, অ্যাডভেঞ্চার আর যোগ, সবই করতে পারবেন।

Kasol

কাসোল

যদি হিমাচল প্রদেশে যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন কাসোল থেকে। হিমাচল প্রদেশের কুল্লু জেলায় রয়েছে কাসোল নামের এই হিলস্টেশন। পাহাড়ের কোলে টেন্টে রাতে থাকার মজা নিতে পারবেন। এখানে ট্রেকিং করতে পারবেন।

মানালি

একা একা ঘুরে আসতে পারেন মানালি থেকেও। মানালিতে সারা বছরই অনেক পর্যটক আসেন। এখানে ট্রেকিং, রিভার রাফটিং করতে পারবেন।

আরও পড়ুন : পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব এক জায়গাতেই! ভরা বর্ষায় বেলপাহাড়ি গেলে ময়ূরের মত নাচবে মন

Nainital

আরও পড়ুন : এই পৃথিবীর বুকেই একফালি স্বর্গ! ঘুরে আসুন বাংলার এই অফবিট গ্রাম থেকে

নৈনিতাল

এছাড়া যেতে পারেন নৈনিতাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রত্যেকটা মরসুমই নৈনিতাল ঘোরার জন্য সেরা। আপনি এখানে সপরিবারেও আসতে পারেন আবার একা একাও আসতে পারেন। নৈনিতালের নির্জন রাস্তায় যত খুশি হাঁটুন, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।