কমে গেল ট্রেনের ভাড়া! এবার জলের দামে ছুটবে এইসব ট্রেন

Published on:

Several Train Fare Decreased By Indian Railways From 1st July 2024

রেল যাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। জুলাই মাসের শুরুতেই একাধিক ট্রেনের ভাড়া গেল কমে। ১লা জুলাই থেকে ভারতীয় রেল জেনারেল ট্রেনের ভাড়া কমিয়ে দিয়েছে। করোনার সময় থেকে বেশ কিছু ট্রেনকে বিশেষ তকমা দেওয়া হয়েছিল। সেগুলোর ভাড়াও বাড়ানো হয়েছিল। আজ ৪ বছরের মাথায় বিশেষ ট্রেন থেকে আবার সাধারণ ট্রেনে পরিণত হলো এই ট্রেনগুলো। তাই ভাড়াও গেল কমে।

করোনা মহামারীর পর বেশকিছু ট্রেনের নম্বর পরিবর্তন করে বিশেষ ট্রেন হিসেবে চালানো হচ্ছিল। এই ট্রেনগুলোর ভাড়া ছিল সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি। বিগত চার বছর ধরে এই ট্রেন করে চালানো হচ্ছিল এইভাবেই। কিন্তু এই ট্রেনগুলোর পুরনো নম্বর আবার ফেরানো হবে। সেইসঙ্গে ভাড়াও কমে যাবে। এক নজরে দেখুন কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়।

Indian Railways

যতদূর জানা যাচ্ছে লখনৌ বিভাগে ২৪ টা এরকম ট্রেন রয়েছে যার ভাড়া কমে গিয়েছে। মোরাদাবাদ এবং আম্বালা বিভাগে ১১৯ টি ট্রেনের ভাড়া কমানো হয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গের বেশ কিছু ট্রেনের নাম রয়েছে। রেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের স্টেশন লিখে আপনি সার্চ করতে পারেন। জেনে নিতে পারবেন নতুন ভাড়া সম্পর্কে।

কোন কোন ট্রেনের ভাড়া কমলো?

  • ফারাক্কা এক্সপ্রেস (নতুন নম্বর ১৫৭৩৩/৪৩)
  • বাথিন্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস (নতুন নম্বর ১৫৭৩৪/৪৪)
  • লখনউ-কানপুর মেমু (৬৪২০৩, ৬৪২০৪, ৬৪২১১, ৬৪২১২, ৬৪২১৪)
  • অযোধ্যা ক্যান্ট-লখনউ মেমু (৬৪২১৫, ৬৪২১৬)
  • উত্তরাতিয়া-কানপুর মেমু (৬৪২৫৫)
  • শিবপুর-উত্তরতিয়া মেমু (৬৪২৮১)
  • উত্তরাতিয়া-শিবপুর মেমু (৬৪২৮২)
  • প্রয়াগরাজ সঙ্গম-লখনউ প্যাসেঞ্জার (৫৪২৫৩)

আরও পড়ুন : কনফার্ম তৎকাল টিকিট বাতিলেও ফেরত পাবেন টাকা! জানুন কীভাবে

  • লখনউ-প্রয়াগরাজ সঙ্গম প্যাসেঞ্জার (৫৪২৫৪)
  • লখনউ-বালামউ প্যাসেঞ্জার (৫৪৩৩১)
  • বালামৌ-লখনউ প্যাসেঞ্জার (৫৪৩৩২)

আরও পড়ুন : আর চলবে না ৯ কামরার লোকাল! ১লা জুলাই থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

  • লখনউ-শাহজাহানপুর প্যাসেঞ্জার (৫৪৩৩৭)
  • শাহজাহানপুর-লখনউ প্যাসেঞ্জার (৫৪৩৩৮)