ভ্যালি অফ ফ্লাওয়ার্স, নামটা বললেই সকলের উত্তরাখণ্ডের নামটাই প্রথম মনে পড়বে। তবে উত্তরাখণ্ডেই শুধু নয়, ভারতের কিন্তু আরও একটি রাজ্যে আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে পাবেন। সেখানে কয়েকশো প্রজাতির ফুল ফোটে। বিশেষ করে বর্ষার সময় দেখলে যেন মনে হয় ফুলের চাদর বিছানো রয়েছে। জানেন সেই জায়গার নাম? না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকে।
কোথায় যাবেন?
শুধু উত্তরাখণ্ড নয়, মহারাষ্ট্রতেও ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে। মহারাষ্ট্রের সাতারা জেলার সাতারা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। সেই জায়গার নাম কাস মালভূমি। স্থানীয়রা এই জায়গাকে বলেন কাস পঠার।
বর্ষার পর কাস পঠার বা কাস মালভূমিতে নানা রঙের ফুল ফোটে। ৮৫০ এর বেশি প্রজাতির ফুল এখানে পাবেন। এছাড়া এখানে অন্তত ৩৯ প্রজাতির ফুল পাওয়া যায় যেগুলো আর কোথাও পাওয়া যায় না। আগস্ট মাস থেকে ফুল ফুটতে শুরু করে। অক্টোবর মাস পর্যন্ত ফুল ফোটে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এখানে পর্যটকদের বেশ ভিড় লক্ষ্য করা যায়।
মহারাষ্ট্রের কোয়েনা সাংচুয়ারি থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে এই ফুলের উপত্যকা। এই জায়গার বেশিরভাগটাই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে থাকে। এখানে প্রবেশ করার জন্য আগাম টিকিট বুক করতে হয়। দিনের মধ্যে তিনবার প্রবেশের অনুমতি থাকে। সকাল ৭টা থেকে ১১টা, ১১ টা থেকে বিকেল ৩টে এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা।
কাস মালভূমিতে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। ১৫০ টাকা টিকিটের মূল্য। গাইড এর জন্য ১০০ টাকা লাগবে। ৫০ টাকা দিয়ে সাইকেল ভাড়া নিতে পারেন। সাইকেলে চেপে রাজমার্গ থেকে কুমুদিনী হ্রদ পর্যন্ত ঘুরতে পারবেন। প্রত্যেকদিন এখানে ৩ হাজার পর্যটককে ঘোরার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন : ভারতের এক রহস্যময় উপত্যকা! যেখানে গেলেই নিখোঁজ হয়ে যায় মানুষ
আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন মেঘেদের রাজ্য মেঘালয়! মিটে যাবে বিদেশ ভ্রমণের সাধ
কীভাবে যাবেন?
মুম্বাই থেকে কাস মালভূমির দূরত্ব ২৫০ কিলোমিটার। এখানে ঘুরতে গেলে আপনি সাতরাতে থাকতে পারেন। মুম্বাই অথবা পুনে গিয়ে সেখান থেকে সাতারা যাওয়া যায়। পুনে থেকে সাতরা যেতে পারবেন তার জন্য একাধিক ট্রেন রয়েছে।