যত দিন যাচ্ছে গোটা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মানুষের কস্ট অফ লিভিং। থাকা-খাওয়াসহ অন্যান্য জরুরী সব ক্ষেত্রেই খরচ কম-বেশি বাড়ছে। সম্প্রতি ২০২৪ সালে গোটা বিশ্বের কস্ট অফ লিভিং নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে। এই রিপোর্ট থেকে জানা গেল বিশ্বের সবথেকে ব্যায়বহুল শহরগুলোর নাম। জানা গিয়েছে ভারতের সবথেকে দামী শহরের নামটিও।
গোটা বিশ্বের নিরিখে সবথেকে ব্যয়বহুল শহরের নাম হলো হংকং। বসবাসের খরচ, বাড়ি ভাড়া, ব্যক্তিগত ক্ষেত্র, পরিবহনের খরচ ইত্যাদি বাবদ কত খরচ হয় তার উপর প্যারামিটার নির্ধারণ করে এই সমীক্ষা চালানো হয়েছিল এই সমীক্ষা চালানো হয়েছিল। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ।
বিশ্বের সবথেকে দামি শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জেনেভা, পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের বাসেল, ষষ্ঠ স্থানে রয়েছে সুইজারল্যান্ডের বার্ন, আমেরিকার নিউইয়র্ক সিটি রয়েছে সপ্তম স্থানে, অষ্টম স্থানে রয়েছে ব্রিটেনের লন্ডন, নবম স্থানে রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এবং দশম স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন।
যদি ভারতের কথা বলা হয় তাহলে শীর্ষ ৭ টি ব্যয়বহুল শহরের নাম পাওয়া গিয়েছে। যদিও বিশ্বের সেরা ১০০ টি ব্যয়বহুল শহরের মধ্যে ভারতের কোনও শহরের নাম নেই। ভারতের যে ৭ টি শহরে থাকার খরচ সবথেকে বেশি সেই শহরের তালিকায় মুম্বাই রয়েছে প্রথমে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই। চতুর্থ স্থানে আছে বেঙ্গালুরু। পঞ্চম স্থানে হায়দ্রাবাদ, ষষ্ঠ স্থানে পুনে এবং সপ্তম স্থানে কলকাতা রয়েছে।
আরও পড়ুন : কম খরচে বিদেশ ঘুরতে চান? ঘুরে আসুন এই ৫ টি দেশ থেকে
আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ
শুধু থাকা খাওয়া নয়, প্রসাধনী, সৌন্দর্যের পণ্য, অটোমোবাইল অটো যন্ত্রাংশ ইত্যাদি ক্ষেত্রে খরচের নিরিখে মুম্বাই রয়েছে সবার আগে। আবাসনের ভাড়ার নিরিখে অবশ্য সর্বোচ্চ বৃদ্ধি রয়েছে দিল্লিতে, ১২ থেকে ১৫ শতাংশ। মুম্বাইতে ৬ থেকে ৮ শতাংশ, বেঙ্গালুরুতে ৩ থেকে এবং ৪ শতাংশ, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুনেতে ২ থেকে ৪ শতাংশ। তবে সমগ্র দেশের মধ্যে দুধ, দুগ্ধজাত পণ্য, রুটি, পানীয়, তেল, ফল, শাকসবজি, অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য, ইত্যাদির দাম কিন্তু কলকাতায় সব থেকে সস্তা। এর পরে নাম রয়েছে পুনের।