বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে কী কী করবেন? জেনে রাখুন কিছু ছোট্ট টিপস

Published on:

Monsoon Travel Tips Know How To Plan For Hill Station Tour

বর্ষার সময় অনেকেই পাহাড়ে যেতে চান। ব্যস্ত, ভিড়ভাট্টার জায়গা ছেড়ে দুদিন অন্তত পাহাড়ের কোলে কাটিয়ে আসতে পারলেও যেন শান্তি মেলে। আর বর্ষার সময় মেঘ, বৃষ্টি, পাহাড়, জঙ্গল মিলেমিশে এক অপরূপ মায়াবী পরিবেশ তৈরি করে। যারা দেখেননি তারা বুঝবেন না। কিন্তু বর্ষাকালে পাহাড়ে যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে। কী কী সেগুলো? জেনে নিন।

এখন দার্জিলিং, সিকিমের জায়গায় ধস নামছে। বেড়াতে গিয়ে বেশ কিছু পর্যটক আটকেও পড়েছিলেন। শুধু বর্ষা বলে নয়, অন্যান্য সময়েও অনেক সময় পাহাড়ে ধস নামে। পর্যটকরা হঠাৎ হঠাৎ আটকে পড়েন। তবে বিপদে পড়লেও মাথা ঠান্ডা রাখাই দস্তুর। যখনই পাহাড়ে যান না কেন, কিছু বিষয় মাথায় রাখলে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। সেগুলো কী কী জেনে নিন।

Monsoon

জামা-কাপড় ও রেইনকোট

বর্ষাকালে পাহাড়ে গেলে সবসময় অতিরিক্ত পোশাক সঙ্গে রাখবেন। বৃষ্টিতে কাপড় শুকানো যায় না। অতিরিক্ত কাপড় রাখলে ভালো। আর নয় তো এমন জামা-কাপড় সঙ্গে রাখবেন যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। রেইনকোট এবং ওয়াটারপ্রুফ জুতো রাখতে ভুলবেন না।

নদীর তীর থেকে সাবধান

বর্ষার সময় নদীর একেবারে কাছাকাছি যাবেন না। পাহাড়ি নদীতে স্রোত অনেক বেশি থাকে। নদীর পাড়ে ভাঙ্গন কিংবা ধস নামতে পারে। একটু অসাবধান হলেই তলিয়ে যাবেন। বিপদের কাছাকাছি না যাওয়াই ভালো।

Monsoon Tips

ফার্স্ট এইড কিট সঙ্গে রাখুন

সব সময় সঙ্গে কিছু ওষুধ রাখুন। কাটাছেঁড়ার ওষুধ, মলম, ব্যান্ডেড, জিওলিন, বমি-পেট খারাপের ওষুধ সঙ্গে রাখতেই হবে। সেই সঙ্গে মশা ও পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য স্প্রে রাখুন।

আরও পড়ুন : ল্যাপটপ থেকে জামা-জুতো, কীভাবে একটাই ব্যাগে সব জিনিস গোছাবেন?

Monsoon Tips

আরও পড়ুন : হোটেলের ঘরে ঢুকে আগেই চেক করে নিন এই জিনিসগুলো, নইলে‌ ঠকবেন

ঝুঁকি থেকে সাবধান

অনেকে পাহাড়ে যান অ্যাডভেঞ্চার করার জন্য। কিন্তু বর্ষার সময় খুব বেশি দুর্গম জায়গাতে অ্যাডভেঞ্চার না করাই ভালো। আর বয়স অনুপাতে ও শারীরিক ফিটনেস যাচাই করে অ্যাডভেঞ্চারে অংশ নিন। বর্ষার সময় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা বেশি থাকে। নিজের নিরাপত্তা নিজে বজায় রাখুন।