মেঘের আড়ালে লুকিয়ে ছোট্ট গ্রাম! ভরা বর্ষায় ঘুরে আসুন সিকিমের এই অফবিট লোকেশন থেকে

Published on:

Travel Visit To Singhik A Hill Village In Sikkim

বর্ষা শুরু হয়ে গিয়েছে। যারা এই সময় পাহাড়ে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটা দিন কাটাতে চান তারা নিশ্চয়ই প্লানিং শুরু করে দিয়েছেন? তবে দার্জিলিং-গ্যাংটক তো অনেক ঘুরলেন। এবার বরং ঘুরে আসুন পাহাড়ের এক অজানা গ্রাম থেকে। সিকিমের এই গ্রাম বর্ষার সময় আরও মায়াবী হয়ে ওঠে। জেনে নিন কোথায় যাবেন এবং কীভাবে যাবেন।

কোথায় যাবেন?

যদি কোলাহল এবং ভিড়ভাট্টা থেকে দূরে কোনও এক শান্ত পাহাড়ি গ্রামে যেতে চান তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন সিকিমের সিংঘিক গ্রাম থেকে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫,১১৮ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম। গ্যাংটক থেকে মাত্র ৫৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

Singhik

কী কী দেখবেন?

আপনি এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট সিনিয়লচুরের দর্শন পাবেন। যদি বর্ষার সময় এখানে আসেন তাহলে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন মন ভরে। এখানে লেপচা সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করেন। তাদের ঘরবাড়ি, ঐতিহ্য, সংস্কৃতি কাছ থেকে দেখতে পাবেন। এছাড়া এখানে রয়েছে তেনসং নামের একটি মনাস্ট্রি।

এই গ্রামে টিংচিমের শতাব্দী প্রাচীন একটি বুদ্ধ মন্দির রয়েছে। আর রয়েছে মার্তাম নামের একটি সুন্দর হ্রদ। যদি এখানে রাতে থাকতে চান তাহলে থাকা এবং খাওয়া বাবদ ১৮০০ টাকা খরচ হবে। এখানে হোম স্টেতে থাকতে পারবেন।

আরও পড়ুন : সিকিম যাওয়ার আদর্শ সময় কোনটি? কী কী দেখবেন? কীভাবে যাবেন?

Singhik

আরও পড়ুন : ১৫০০ টাকায় থাকা-খাওয়া! কালিম্পংয়ের এই গ্রামে না গেলেই চরম মিস

কীভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি থেকে এই জায়গার দূরত্ব ১৪৫ কিলোমিটার। যেতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা। গাড়ি ভাড়া করবে ৬,৫০০ থেকে ৭ হাজার টাকা। আবার গ্যাংটক থেকে গাড়ি ভাড়া নিলে প্রায় ৩,৫০০ টাকা খরচ হবে।