সামনেই দুর্গাপুজো। উৎসবের উপলক্ষে অনেকেই বাড়িতে থাকতে চাইবেন না। এই সময় অনেকেই দূরে কোথাও বেড়ানোর প্ল্যান করেন সপরিবারে। আপনিও কি সেই দলে পড়েন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। বিশেষ করে যদি আন্দামান হয় আপনার পরবর্তী ডেস্টিনেশন তাহলে জেনে নিন আপনার জন্য এয়ার ইন্ডিয়া কী নতুন সুবিধা আনলো।
এবার কলকাতা থেকে সরাসরি আন্দামানে নাইট ল্যান্ডিং ব্যবস্থা চালু করল এয়ার ইন্ডিয়া। গত ২৮শে জুন আইএনএস উৎকর্ষতে এয়ার ইন্ডিয়া এয়ার বাস এ ৩২১ নাইট ল্যান্ডিং করেছে। ৬৮ জন যাত্রী নিয়ে আন্দামানের পোর্ট ব্লেয়ারে এই প্রথম রাতের বিমান নামলো এয়ার ইন্ডিয়ার তরফ থেকে।
এদিন বিকেল ৫.৪০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিমানটি ছেড়ে পোর্ট ব্লেয়ারে ৭.৩৪ মিনিটে ল্যান্ডিং করে। তারপর বীর সাভারকর ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে এগিয়ে যায় বিমানটি। বিগত বেশ কয়েক বছর ধরে আন্দামানে কলকাতা থেকে নাইট ল্যান্ডিং ব্যবস্থা শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। এতদিনে তা বাস্তবায়িত হল।
আসলে কলকাতা থেকে আন্দামান যাওয়ার যাত্রীসংখ্যা কিছু কম নয়। নাইট ল্যান্ডিংয়ের ফলে বহু মানুষ উপকৃত হবেন। আন্দামান যাওয়ার জন্য প্রধানত জাহাজ কিংবা উড়োজাহাজের উপরই ভরসা করতে হয়। জাহাজে যেতে গেলে সময় অনেক বেশি লাগে এবং ধকল বেশি হয়। তাই যাত্রীরা বিমানে করে আন্দামান পৌঁছতে বেশি পছন্দ করেন।
আরও পড়ুন : দীঘার সমুদ্রে চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে? ভাড়া কত?
আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন মেঘেদের রাজ্য মেঘালয়! মিটে যাবে বিদেশ ভ্রমণের সাধ
পর্যটন কেন্দ্র হিসেবে আন্দামান ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। বিশেষ করে উৎসবের মুহূর্তে আন্দামানের ভিড় চোখে পড়ার মত থাকে। এখন যেহেতু দুর্গাপুজোর কয়েক মাস আগেই এই ব্যবস্থা চালু হয়ে গেল তাই এতে যাত্রীদের উৎসাহ আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।