বর্ষায় ঘুরে আসুন মেঘেদের রাজ্য মেঘালয়! মিটে যাবে বিদেশ ভ্রমণের সাধ

Published on:

5 Must Visit Places In Meghalaya

পূর্ব ভারতের অপূর্ব সুন্দর রাজ্য মেঘালয়। মেঘেদের এই রাজ্যে একবার গেলে সত্যিই আর ফিরে আসতে মন চাইবে না। পর্বত, মালভূমি থেকে শুরু করে জলপ্রপাত, নদী, গুহা, অরণ্যে দেখা পাবেন মেঘালয়ের। এখানে মেঘ যেন গা ছুঁয়ে বেরিয়ে যায়। মেঘালয়ে ঘোরার মত একাধিক জায়গা রয়েছে। দেখুন কোন কোন জায়গার নাম রয়েছে তালিকায়।

মাওসাংডন জলপ্রপাত

অনেকে এই জলপ্রপাতকে দেনডো জলপ্রপাত নামেও চেনেন। সোহরা জেলায় মাওকামা গ্রামে এই জলপ্রপাত রয়েছে। এখানে খুবই কম সংখ্যক মানুষ বসবাস করেন। যদি কিছুটা সময় একেবারে নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান তাহলে অবশ্যই এই জায়গা পছন্দের তালিকায় রাখতে পারেন।

Mawlyngbna

মাওলংবনা গ্রাম

এই গ্রামটি মেঘালয়ের একটি অফবিট গ্রাম। পূর্ব খাসি এলাকার পার্বত্য এলাকাতে রয়েছে এই গ্রামটি। এখানে ২০০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মের দেখা মিলবে। আর রয়েছে ঘন সবুজ বন।

কংথং গ্রাম

মেঘালয় গেলে যেন কংথং গ্রামে যেতে ভুলবেন না। পূর্ব খাসির পার্বত্য জেলায় অবস্থিত এই জায়গা। শিলং থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এই গ্রামে একবার গেলে বারবার আসতে মন চাইবে।

Sohkhmie

সোহখমি

সোহরা মালভূমির ঢালে অবস্থিত এই জায়গা। আপনি যদি ট্রেকিং করতে চান তাহলে ‌এখানে আসতে পারেন। এখানে প্রচুর গাছ রয়েছে।

আরও পড়ুন : জলপ্রপাতের স্বর্গরাজ্য! কীভাবে যাবেন কেওনঝড়? কী কী দেখবেন?

Sawdong

আরও পড়ুন : মহারাষ্ট্রের এই ৭ ঝর্ণা না দেখলেই চরম মিস, ঘুরে আসুন ভরা বর্ষায়

সাওডং জলপ্রপাত

মেঘালয়ের সব থেকে সুন্দর জলপ্রপাত হল সাওডং। শিলং থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গা। এখানে ট্রেকিং করার সুবিধা পাবেন। একবার কষ্ট করে যদি পাহাড়ের শীর্ষে উঠতে পারেন তাহলে সেখান থেকে যা ভিউ পাবেন তাতে সব কষ্ট আর ক্লান্তি দূর হয়ে যাবে।