একের পর এক লাইনে কাজের দরুন ট্রেন চলাচল বন্ধ থাকছে। যার ফলে সরাসরি হয়রানির মুখে পড়তে হচ্ছে হাজার হাজার যাত্রীকে। এবার যেমন ভারতীয় রেলের ফের রক্ষণাবেক্ষণের কারণে শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের খবর এলো। পাওয়ার ব্লক এবং রেলের কাজের জন্য বাতিল করা হয়েছে এই ট্রেনগুলো। দেখুন তালিকা।
আন্দুল স্টেশনে কাজের জন্য ২৯ শে জুন থেকে ৬ ই জুলাই পর্যন্ত ২০২ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবার জানা গেল শিয়ালদহ শাখার দমদম জংশন বারাসাত বিভাগের মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যেও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে শনিবার এবং রবিবার অর্থাৎ ২৯ শে জুন এবং ৩০ শে জুন বেশ কিছু ট্রেন বাতিল হবে।
বাতিল হল কোন কোন ট্রেন?
শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
- বনগাঁ-শিয়ালদহ : ডাউন 33856, 33860, আপ 33861, 33863
- হাসনাবাদ-শিয়ালদহ : ডাউন 33538, আপ 33533
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
- হাসনাবাদ-শিয়ালদহ : ডাউন 33512/ আপ 33513
- বনগাঁ-শিয়ালদহ : ডাউন 33812, 33814, 33818, 33820/ আপ 33811, 33813, 33815, 33817
- দত্তপুকুর-শিয়ালদহ : ডাউন 33612, 33616, 33618, 33620/ আপ 33613, 33615।
- লক্ষ্মীকান্তপুর-নামখানা : ডাউন 34924/ আপ 34923
- মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর : ডাউন 30712/ আপ 30711
- বনগাঁ-মাঝেরহাট : ডাউন 30342
- হাবড়া-শিয়ালদহ : ডাউন 33652/ আপ 33651
- বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি : আপ 30145
- মাঝেরহাট-বারাসাত : আপ 30351
- মাঝেরহাট-মধ্যমগ্রাম : আপ 30357/ ডাউন 30358
- বারাসত-বনগাঁ : আপ 33361
- বারাসত-শিয়ালদহ : ডাউন 33432, 33434/ আপ 33431, 33435, 33439
- বারাসত-দত্তপুকুর : আপ 33357
আরও পড়ুন : IRCTC অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের সময় সাবধান! না হলেই বিপদ
এছাড়াও আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে। কিছু কিছু ট্রেনকে ঘুরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের যে সাময়িক হয়রানির মুখে পড়তে হবে তা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেল।