বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন কার্যত ভারতীয় রেলের ভোল পাল্টে দেবে। বর্তমানে যতগুলো এক্সপ্রেস ট্রেন চলছে ভারতে তাদের সবার মধ্যে গতিবেগ বেশি বন্দে ভারতের। কিন্তু আচমকাই বন্দে ভারতের গতিবেগ কমানো নিয়ে নির্দেশ দিল রেলওয়ে বোর্ড। যার ফলে অনেকখানিই কমবে বন্দে ভারতের স্পিড। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত হল?
গত ২৪শে জুন রেলওয়ে বোর্ডের ডিরেক্টর এনসিআর জোনের জেনারেল ম্যানেজারকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে বন্দে ভারতের গতি নিয়ে ফের একবার পর্যালোচনা করা প্রয়োজন। গতিমান এবং বন্দে ভারত, এই দুই ট্রেনের গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। এবার তা কমিয়ে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা করা হবে।
হযরত নিজামুদ্দিন এবং আগ্রা রেলপথে গতিমান এক্সপ্রেস এবং বন্দে ভারত ট্রেনের গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। তবে তা বদলে ফেলার নির্দেশ এসেছে। কারণ হিসেবে জানানো হয়েছে আপাতত ওই লাইনে জোনাল রেলওয়ে কবচ নিয়ে কাজ হবে। ততদিন পর্যন্ত ট্রেনের স্পিড ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে তোলা যাবে না।
আসলে দেশজুড়ে যেভাবে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে তাতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বারবার উঠছে কবচ সিস্টেম চালু করার কথা। বিশেষ করে যে সমস্ত লাইনে হাই স্পিডে ট্রেন ছুটবে তার নিরাপত্তা ব্যবস্থা মজবুত না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তাই এবার কবচ সিস্টেম নিয়ে তৎপর হয়েছে রেল।
আরও পড়ুন : ভারতে সর্বোচ্চ গতিবেগের ট্রেন কোনটি? দেখুন ভারতের সেরা ১০ দ্রুততম ট্রেনের নাম
আরও পড়ুন : বন্দে ভারতের স্লিপার কামরার বিছানা কেমন হবে? কী কী সুবিধা থাকবে?
আপাতত রেলের এমন সিদ্ধান্তের কারণে নিউ দিল্লি রানী কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস, হজরত নিজামুদ্দিন-খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস, নিউ দিল্লি বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি গতিমান এক্সপ্রেসের গতিবেগ কমবে। রেলওয়ে লাইনের কাজ সম্পন্ন হলে আগামী দিনে আবার আগের ছন্দে ফিরবে এই দুই সেমি হাই স্পিড ট্রেন।