ব্যস্ততার জীবন থেকে সাময়িক ছুটি নিয়ে কোথাও বেরিয়ে আসতে চান? তাহলে মানসিক শান্তির খোঁজে বরং বেরিয়ে পড়ুন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। না, আজকের এই প্রতিবেদনে পাহাড় বা সমুদ্রের খোঁজ থাকবে না। থাকছে অপূর্ব একটি তীর্থক্ষেত্রের সন্ধান। যেখানে গেলে মন তো ভালো হবেই। সব ক্লান্তিও দূর হয়ে যাবে। ঘুরে আসুন দক্ষিণ ভারতের কাশী থেকে।
কোথায় যাবেন?
ঘুরে আসুন দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকের উত্তর কানাড়ার গোকর্ণ থেকে। এই জায়গাকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। আবার কেউ কেউ বলেন মন্দির নগরী। আরব সাগরের একেবারে তীরেই অবস্থিত এই গোকর্ণ। গোকর্ণ সৈকতকে সমুদ্র মার্গও বলা হয়। এই সমুদ্র সৈকতে তীর্থযাত্রীদের ভিড় থাকে।
গোকর্ণ সমুদ্র সৈকতের একেবারে কাছেই রয়েছে হিন্দু পুরোহিতদের আখড়া। তবে এখানে শুধু গোকর্ণ সমুদ্র সৈকত নয়। আশেপাশে আরও বেশ কয়েকটি সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন। যেমন ওম বিচ। এই সৈকতের আকৃতি অনেকটা ‘ঔ’ এর মত। এই সৈকতে ঘুরতে এলেই মন ভালো হয়ে যায়।
সমুদ্র মার্গের আরেকটি সৈকত কুড়লি বিচে যেতে কিন্তু ভুলবেন না। এখানে নানা বাজেটের বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। যেখানে সমুদ্র সৈকতের ধারে খাওয়া-দাওয়া এবং অন্যান্য বিনোদনমূলক কাজের সুযোগ সুবিধা পাবেন। এখান থেকে প্যারাডাইস বিচ, হাফ মুন বিচও যেতে পারেন। শুধু সমুদ্র সৈকত নয়, এখানে আপনি মহাবালেশ্বর মন্দিরেও ঘুরতে যেতে পারবেন। পুরাণ অনুসারে, কৈলাস পর্বত থেকে এই মন্দির উড়িয়ে এনেছিলেন শিবভক্ত রাবণ।
আরও পড়ুন : কন্যাকুমারীতে কখন যাবেন? কী কী দেখবেন? কীভাবে যাবেন?
আরও পড়ুন : জুন-জুলাই মাসে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি জায়গা, না গেলে চরম মিস
কীভাবে যাবেন?
কারওয়ার, অঙ্কোলা, কুমতা, ম্যাঙ্গালোর এবং মাড়গাঁও, এর মধ্যে যেকোনও একটি রেলস্টেশনে নামতে হবে। আর যদি বিমানে করে যেতে চান তাহলে গোয়ার ডাবোলিন এয়ারপোর্টে নামুন। তারপর বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর থেকে সরাসরি গোকর্ণ যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন।