যাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। এবার দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য এল এক বড় সুখবর। দূরপাল্লাতে যাত্রা করবেন যারা তাদের সুবিধার্থে বেড রোল ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন দূর পাল্লার কয়েক লাখ যাত্রী। বেড রোল ছাড়াও আর কী কী সুবিধা পাবেন দূর পাল্লার যাত্রীরা? জানুন।
বেড রোলের কাজ কী?
বেড রোল বলতে বোঝায় স্লিপিং ব্যাগ। যার মধ্যে যাত্রীরা কম্বল, বালিশ, বিছানার চাদর, তোয়ালে সবই পাবেন। ট্রেনের টিকিটের ক্লাস অনুসারে এই বেডরোল সরবরাহ করা হয়। প্রধানত এসি ফার্স্ট ক্লাস, এসি ২ টায়ার স্লিপার, এসি ৩ টায়ার স্লিপার ক্লাসের যাত্রীরা বেডরোল পেয়ে থাকেন বিনামূল্যে। তবে গরিব রথ এক্সপ্রেসে বেড রোল পেতে গেলে ২৫ টাকা দিতে হয়। বেড রোল না পেলে অভিযোগ জানালে ২০ টাকা ফেরত পাওয়া যায়।
বদলে গেল ট্রেনের বেড রোলের সিস্টেম
ভারতীয় রেলে ক্রমশ বেড রোলের চাহিদা বাড়ছে। এদিকে অনেক সময় যাত্রীরা বেডরোলের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেন। এই সমস্যা দূর করতে গুয়াহাটি, কাটিহার, আলিপুরদুয়ারে অত্যাধুনিক লন্ড্রি কেয়ার সেন্টার তৈরি হয়েছে। যেখানে প্রতিদিন যথাক্রমে ১৬ হাজার, ২ হাজার এবং ২১০০ বেডরোল তৈরি হবে।
এই নতুন ব্যবস্থার ফলে অমরনাথ এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস, অবধ অসম এক্সপ্রেস, নর্থইস্ট এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, সিকিম মহানন্দা এক্সপ্রেস, আম্রপালি এক্সপ্রেস, চম্পারন হামসফর এক্সপ্রেসের মত ট্রেনগুলিতে যাত্রীরা উপকৃত হবেন। টানেলের মধ্যে জল, বাষ্প এবং কেমিক্যালের ব্যবহারে অত্যাধুনিক প্রযুক্তিতে পরিষ্কার করা হবে বেড রোলগুলিকে। কাজেই অপরিচ্ছন্নতা নিয়ে আর যাত্রীদের অভিযোগ থাকবে না।
বেড রোল ছাড়াও আর কী কী সুবিধা পাবেন দূরপাল্লার যাত্রীরা?
বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফ্রন্ট লাইন স্টাফ, টিকিট কালেক্টর, ট্রেন সুপারিটেনডেন্টের কাছে অনুরোধ জানালে আপনি চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট
বিনামূল্যে খাবার
রাজধানী, দুরন্ত এবং শতাব্দিসহ প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করলে বিনামূল্যে খাবার পেতে পারেন। তবে এক্ষেত্রে যদি ওই ট্রেন ২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বিনামূল্যে খাবার পাওয়া যায়।
আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা
ক্লক রুম এবং লকার রুমের সুবিধা
ভারতীয় রেল স্টেশনগুলোতে ক্লক রুম এবং লকার রুম থাকে। এখানে এক মাসের বেশি সময় ধরে আপনি জিনিসপত্র রাখতে পারেন। তবে তার জন্য আপনাকে সামান্য কিছু ফি দিতে হবে।