রেললাইনের মেরামতির কারণে ফের একাধিক ট্রেন বাতিলের খবর এলো প্রকাশ্যে। একটানা ৬ দিন বিভিন্ন লাইনে ট্রেন বাতিল থাকবে। শুধু এই মাসে নয়, আগামী মাসেরও কয়েকটা দিন ট্রেন বাতিল থাকবে বিভিন্ন রুটে। কোন কোন লাইনে কবে কবে ট্রেন বাতিল থাকছে? বাড়ি থেকে বেরোনোর আগেই দেখে নিন সেই লিস্ট। নয়তো সমস্যায় পড়তে হবে আপনাকে।
ভারতীয় রেলের পাওয়ার ব্লক এবং রেললাইন মেরামতির কাজের জন্য আজিমগঞ্জ-কাটোয়া শাখাতে আগামী ৬ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। এই কদিন দুপুর ৩:১৫ থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত পাওয়ার ব্লকের কাজ চলবে ওই লাইনে। যে কারণে কোনও ট্রেন চলাচল করবে না এই শাখায়। যাত্রীদের তাই আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে।
পাওয়ার ব্লক এবং রেললাইন মেরামতির কাজ চলবে খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে। দুই স্টেশনের মাঝে ডাউন লাইন মেরামতি হবে। তাই ২৯ শে জুন থেকে ট্রেন বাতিল করা হবে। অন্যদিকে জুলাই মাসের ৩, ৬, ১০, ১৩ এবং ১৭ জুলাই ৪ ঘন্টার জন্য ট্রেন বাতিল থাকবে এই লাইনে। যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার নম্বর থাকলো নিচে।
লাইনের কাজের জন্য আজিমগঞ্জ থেকে যে ট্রেনগুলো বাতিল হবে সেগুলো হল ০৩০৯০ ও ০৩০৭৬। একইভাবে কাটোয়া থেকে আজিমগঞ্জ এর পথে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হল ০৩০৮৯ ও ০৩০৭৫। এই সময় ২ জোড়া ইএমইউ বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের এই কদিন হয়রান হতে হবে।
আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক কতগুলো ট্রেন টিকিট কাটা যায়? জানুন রেলের নিয়ম
আরও পড়ুন : বাতিল হল ২০০ এর বেশি লোকাল ট্রেন! দেখুন বাতিল ট্রেনের তালিকা
যাত্রীদের হয়রানি কিছুটা কমাতে রেলের তরফ থেকে তাই আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো এই খবর। ছয় দিন পাওয়ার ব্লকের কাজের জন্য যাত্রীদের যে অসুবিধা হবে তার জন্য আগে থেকেই দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। তাদের বিকল্প রুটে কিংবা বাসে বা আর কোনওভাবে যাতায়াত করতে হবে।