টোটো বন্ধ! এবার শান্তিনিকেতন ঘুরবেন কীভাবে? চালু হলো নয়া উদ্যোগ

Published on:

Bolpur Travellers Where You Can Book Bike Or Scooty For One day

এই বর্ষার মরসুমে যদি শান্তিনিকেতন যেতে চান তাহলে প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করতে পারবেন। এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে আসেন। তাই বোলপুরে শান্তিনিকেতনকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন ব্যবসা। তার মধ্যে অন্যতম ছিল টোটো পরিষেবা। কিন্তু এবার সেই টোটো পরিষেবা বিভিন্ন জায়গাতে বন্ধ হয়েছে বলে শোনা যাচ্ছে।

আসলে বোলপুরে শান্তিনিকেতন পর্যটন কেন্দ্র হিসেবে খুবই বিখ্যাত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দেখার জন্য বহু মানুষ এখানে আসেন। এখানে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কাছাকাছির মধ্যে রয়েছে বিখ্যাত সোনাঝুরির হাট। যাতায়াতের ক্ষেত্রে এখানে এতদিন টোটোই প্রধান ভরসা ছিল।

Santiniketan

তবে দিন প্রতিদিন শান্তিনিকেতনে টোটোর ভিড় বেড়ে যাচ্ছিল। টোটোর দৌড়াত্ম্যে যানজট তৈরি হয়ে যাচ্ছিল জায়গায় জায়গায়। তাই বিশ্বভারতী বিভিন্ন জায়গাতে টোটোর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে টোটোর প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এর ফলে সমস্যাতে পড়তে হচ্ছে পর্যটকদেরও। কিন্তু আর চিন্তা নেই, চালু হয়ে গিয়েছে বিকল্প ব্যবস্থা।

এবার থেকে বোলপুর শহর ঘুরতে পারবেন বাইক অথবা স্কুটি করে। বোলপুর ট্রাভেলার্সের তরফ থেকে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। যারা বাইক অথবা স্কুটি ভাড়া নিয়ে শান্তিনিকেতন বা বোলপুর শহর ঘুরে দেখতে চান তাদের জন্য চালু হয়ে গেল নতুন এই ব্যবস্থা। এবার থেকে পর্যটকরা ইচ্ছে মত ভাড়া নিয়ে মন মর্জি মত ঘুরতে পারবেন।

Santiniketan

বোলপুর স্টেশনে নেমে সেখান থেকে কোনও টোটো ধরে বোলপুর টুরিস্ট লজ মোড়ে পৌঁছাতে হবে আপনাকে। তারপর সেখানে নেমে আপনি বোলপুর ট্রাভেলার্স পেয়ে যাবেন। এখান থেকে আপনি সকাল ৯.০০টা থেকে পরদিন সকাল ৯.০০টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টার জন্য বাইক বা স্কুটি ভাড়া পাবেন। তার জন্য আপনাকে ভোটার কার্ড বা আধার কার্ডের অরিজিনাল কপি জমা রাখতে হবে।

আরও পড়ুন : দীঘার সমুদ্রে চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে? ভাড়া কত?

BOLPUR

আরও পড়ুন : বর্ষা উপভোগ করতে ঘুরে আসুন বাঁকুড়ার বড়দি পাহাড়, দু’দিন কাটালে শান্ত হয়ে যাবে মন

২৪ ঘন্টার জন্য গাড়ি ভাড়া করতে আপনাকে ৬০০ টাকা দিতে হবে। তবে গাড়ির তেল আপনি পাবেন না। গাড়ির তেল নিজেকেই ভরতে হবে। গাড়ি বুকিং করার জন্য ৯৪৭৪৪১১৫২৬ এই নম্বরে ফোন করবেন।