শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সব মরসুমেই কার্যত দার্জিলিং যেতে পছন্দ করেন বাঙালিরা। বাংলার যেকোনও জায়গা থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য প্রথমে ট্রেনে কিংবা বাসে করে শিলিগুড়ি বা জলপাইগুড়িতে পৌঁছতে হয়। আর তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হয় পাহাড়ের উপরে। এবার দার্জিলিংয়ের এই যাতায়াতের পথ হবে আরও মসৃণ। তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বত্র ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ পরিষেবা এবার মিলবে শিলিগুড়িতেও। মানুষকে কম খরচে ক্যাবের পরিষেবা দেওয়ার জন্য গত বছরের অক্টোবর মাসে ‘যাত্রী সাথী’ অ্যাপ চালু করা হয়। এবার শিলিগুড়িতেও এই অ্যাপের সুবিধা পাবেন মানুষ।
শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকাগুলোতে যাতায়াতের জন্য এবার থেকে ‘যাত্রী সাথী’ অ্যাপ মারফত ক্যাব বুক করে নিতে পারবেন। জুলাই মাসে শিলিগুড়িতে এই অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন অ্যাপের অপারেশন প্রধান রাজদীপ গুপ্ত। শিলিগুড়ি শহরে তো বটেই, শিলিগুড়ির বাইরে কোথাও যাওয়ার জন্যেও ক্যাব রিজার্ভ করা যাবে এখন থেকে।
এই মুহূর্তে শিলিগুড়িতে স্পেশাল জোন এবং ওপেন মার্কেট, এই দুই ধরনের অ্যাপ ক্যাবের ব্যবস্থা রয়েছে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, শিলিগুড়ি জংশন এলাকা এবং বাগডোগরা বিমানবন্দরের মত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলোকে স্পেশাল জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকা থেকে শহরের মধ্যে এবং আশেপাশের জায়গাতে বা পাহাড়ের কোনও গন্তব্যে যাওয়ার জন্য ক্যাব বুক করা যাবে।
এছাড়া অন্যান্য জায়গা থেকে স্থানীয় এলাকা ভ্রমণের জন্য যারা আসবেন তারা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে নিতে পারবেন। ক্যাব চালকদের রেজিস্ট্রেশনের জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুলিশের কাছে প্রত্যেকটি ক্যাব এবং অ্যাপে রেজিস্টার করা ড্রাইভারদের সব তথ্য থাকবে।
আরও পড়ুন : দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু হল নতুন বাস পরিষেবা
আরও পড়ুন : সস্তায় ঘুরে আসুন লাদাখ, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির IRCTC
শিলিগুড়িতে অ্যাপ ক্যাব চালু হয়ে গেলে আর ড্রাইভাররা যাকে যেমন খুশি ভাড়া নিতে পারবেন না। পাহাড়ে ড্রাইভাররা যেমন খুশি তেমন ভাড়া চান এমন অভিযোগ রয়েছে। কিন্তু যাত্রী সাথী অ্যাপের ক্ষেত্রে ড্রাইভাররা একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই ভাড়া নিতে পারবেন। যদিও শিলিগুড়ির ক্ষেত্রে কত ভাড়া হবে তা জানা যায়নি এখনও। অ্যাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই তা জানা যাবে।