সেলফি তুলতে কে না পছন্দ করেন? বিশেষ করে কোথাও বেড়াতে গেলে সেই জায়গার সঙ্গে সেলফি না তুললেই নয়। বেড়াতে যাওয়া আর সেলফি ও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করাটাই এখন ট্রেন্ড। তবে জানেন কি বিশ্বে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে সেলফি তোলা নিষিদ্ধ? ভারতেরও একটি জায়গা রয়েছে এই তালিকাতে। জেনে নিন কোন কোন জায়গাতে এরকম নিয়ম আছে।
ডিজনি পার্ক
২০১৫ সাল থেকে ডিজনি পার্কে সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে সব ডিজনি রাইডে সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়। পরে ধীরে ধীরে গোটা পার্কে সেলফি স্টিক নিষিদ্ধ হয়ে যায়। আসলে ডিজনি পার্কে সেলফি তুলতে গিয়ে অনেকেই বিপদে পড়েছেন। যে কারণে কর্তৃপক্ষের তরফ থেকে এখানে সেলফি নিষিদ্ধ করা হয়েছে।
জোহানেসবার্গের লায়ন পার্ক
এই লায়ন পার্কে এসে অনেক পর্যটক সিংহ এবং ভাল্লুকের বাচ্চাদের সঙ্গে সেলফি তুলতেন। যেটা করা একেবারেই উচিত নয়। তাই প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে সেলফি তোলাই নিষিদ্ধ হয়েছে।
গারুপ বিচ
দক্ষিণ ফ্রান্সে রয়েছে এই সমুদ্র সৈকত। এখানে সমুদ্রে সেলফি তুলতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছেন। যে কারণে প্রশাসনের তরফ থেকে এখানে সমুদ্র সৈকতে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ফুকেটের বিচ
এই সমুদ্র সৈকত আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে। এখানে বেড়াতে এসে পর্যটকরা খুবই ঝুঁকিপূর্ণভাবে ছবি তোলেন। যে কারণে যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বিপদ এড়ানোর জন্য এখানে সেলফি তোলা নিষিদ্ধ হয়েছে।
আরও পড়ুন : পাহাড় নাকি সমুদ্র, মন ভালো করতে কোথায় যাওয়া উচিত?
আরও পড়ুন : ভুলে যান দিঘা-মন্দারমনি, মৎসপ্রেমী বাঙালির সেরা ঠিকানা এখন যমুনাসুল সমুদ্র সৈকত
মেরিন ড্রাইভ
মুম্বাইয়ের মেরিন ড্রাইভ রয়েছে এই তালিকায়। এখানে সব সময় পুলিশের টহলদারি চলে। অনেকে সেলফি তুলতে গিয়ে অসাবধানতায় মুম্বাইয়ের সমুদ্রে ডুবেও গিয়েছেন। তাই প্রশাসনের তরফ থেকে এখানে সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।