PNR কথাটির মানে কী? বেশিরভাগ মানুষই জানেন না

Published on:

What Is The Meaning Of PNR Numbers In Train Tickets

যারা দূরপাল্লার ট্রেনের টিকিট কাটেন আগেভাগে টিকিট না কাটলে বেশিরভাগকেই ওয়েটিং লিস্টে থাকতে হয়। আর সেই ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হল কিনা তা জানা যায় যাত্রীর কাছে থাকা PNR নম্বর ব্যবহার করে। কাজেই PNR নম্বর খুবই গুরুত্বপূর্ণ একজন রেলযাত্রীর কাছে। তবে PNR এর পুরো কথাটি কী জানেন? PNR এর মানেটাই বা কী? না জানলে জানুন এই প্রতিবেদন থেকে।

দূরপাল্লার ক্ষেত্রে মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটলে যাত্রীদের PNR নম্বর প্রদান করা হয়ে থাকে। পরে এই নম্বর মিলিয়ে যাত্রীরা চেক করেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। PNR নম্বরের সঙ্গে যাত্রীর নাম, গন্তব্য, ট্রেনের কামরা এবং সিট নম্বর সহ অন্যান্য তথ্য দেওয়া থাকে। অর্থাৎ PNR বলতে গেলে রেলের কাছে যাত্রীর পরিচয়পত্র।

PNR NUMBER

PNR হল একটি ১০ ডিজিটের নম্বর। যাত্রীদের কাছে এই নম্বর খুবই গুরুত্বপূর্ণ। এরমধ্যে প্রথম তিনটি সংখ্যা PRS অথবা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম নামে পরিচিত। পরের সাতটি নম্বর হল সিস্টেম জেনারেটর নম্বর। ট্রেনের টিকিট কাটার পর টিকিটের উপরের দিকে বাম কোণে PNR নম্বর প্রিন্ট করা থাকে।

আরও পড়ুন : কনফার্ম তৎকাল টিকিট বাতিলেও ফেরত পাবেন টাকা! জানুন কীভাবে

PNR NUMBER

আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক কতগুলো ট্রেন টিকিট কাটা যায়? জানুন রেলের নিয়ম

যাত্রীরা PNR নম্বর কথাটি নিশ্চয়ই শুনেছেন। কিন্তু এই কথাটির পুরো অর্থ জানেন না অনেকেই। PNR এর পুরো কথাটি হল প্যাসেঞ্জার নেম রেকর্ডস। অর্থাৎ এই নম্বর মারফত রেলের কাছে যাত্রীর নামসহ রেকর্ড থাকে। তাই নম্বরটি যাত্রীদের জন্য যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ রেলের কাছেও।