সস্তায় ঘুরে আসুন লাদাখ, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির IRCTC

Updated on:

Ladakh Tour Package By IRCTC Check Details

লাদাখ যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে বেড়ানোর পরিকল্পনাতে আপনাকে সাহায্য করবে ITCTC। শুধু সাহায্য নয়, বলা ভালো ITCTC আপনার বেড়ানো, যাতায়াত থেকে শুরু করে থাকা-খাওয়া, ঘোরাঘুরির সমস্ত ব্যবস্থা করে দেবে। তাও আবার নিতান্তই কম খরচে! জেনে নিন ITCTC এর এই নতুন টুর প্যাকেজ সম্পর্কে।

ITCTC এর ম্যাগনিফিসেন্ট লাদাখ প্যাকেজ

পর্যটকদের জন্য ITCTC লাদাখের নতুন একটি ট্যুর প্যাকেজ পরিকল্পনা করেছে। মোট ৬ রাত ৭ দিনের এই টুর প্যাকেজে লেহ লাদাখের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। যাত্রা হবে আগস্ট মাসে। তার জন্য এখন থেকেই আপনাকে বুকিং করে নিতে হবে। ITCTC এর ম্যাগনিফিসেন্ট লাদাখ প্যাকেজ আপনার লাদাখ ভ্রমণের সব ইচ্ছে পূরণ করবে।

LADAKH

ভ্রমণ কালে আপনাকে লেহ, নুবুরু, প্যাংগং, টুটুর্কসহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। যাত্রা শুরু হবে ৫ই আগস্ট, বেঙ্গালুরু থেকে যাত্রীদের উঠতে হবে। যাত্রীদের প্লেনে করে নিয়ে যাওয়া হবে। ভ্রমণ প্যাকেজ বুক করার জন্য ITCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com -তে গিয়ে বুকিং করতে হবে।

লাদাখে গিয়ে আপনি সেখানকার পশমিনা সাল, স্টোল এবং অন্যান্য কাপড় কিনতে পারবেন। স্থানীয়দের হাতে বোনা পাটি, কার্পেট, শাল পাবেন। এছাড়া সেখানকার স্থানীয় খাবার স্কু, থুকপা, পাভা, খাম্বিও খেতে পারবেন।

LADAKH

কত খরচ হবে?

সিঙ্গেল শেয়ারিংয়ের জন্য খরচ হবে ৬২ হাজার ৯৫০ টাকা। ডাবল শেয়ারিংয়ের জন্য ৫৮ হাজার ২০০ টাকা খরচ হবে। ট্রিপল শেয়ারিং বুক করলে ৫৭ হাজার ৭০০ টাকা খরচ হবে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিছানা কিনলে ৫৬ হাজার ৪৫০ টাকা দিতে হবে। ২ থেকে ১১ বছর বয়সী শিশুর জন্য বেড ভাড়া ৫১ হাজার ৮৫০ টাকা।

আরও পড়ুন : কন্যাকুমারীতে কখন যাবেন? কী কী দেখবেন? কীভাবে যাবেন?

LADAKH

আরও পড়ুন : জম্বু-কাশ্মীরের বিশ্ব বিখ্যাত ১০ মন্দির, যেখানে সারা বছরই লেগে থাকে তীর্থযাত্রীদের ভিড়

৫৫ বছর বয়সের বেশি যাত্রীদের ক্ষেত্রে শারীরিক ফিটনেসের সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেল সার্টিফিকেট ফর্ম https://www.irctctourism.com//packagedetails/Medical form.pdf থেকে ডাউনলোড করে নিতে হবে।