অনেক সময় ট্রেনে যাতায়াতের টিকিট কাটা হয়ে গেলেও শেষ পর্যন্ত আর যাত্রা হয়ে ওঠে না বেশ কিছু জনের। তাদের জন্য টিকিট ফেরতের ব্যবস্থা রয়েছে ভারতীয় রেলের। কিন্তু এতদিন তৎকাল ট্রেনের কনফার্মড টিকিট বাতিল করলেও টাকা রিফান্ডের ব্যবস্থা ছিল না। সম্প্রতি নতুন এক ব্যবস্থা চালু হল। এবার থেকে কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলেও কিন্তু ফেরত পাবেন টাকা। কীভাবে? জেনে নিন।
এবার থেকে কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলেও অর্ধেকটা টাকা ফেরত পাওয়া যাবে। সম্প্রতি তৎকাল স্পেশাল চালু করেছে ভারতীয় রেল। এতদিন ২৪ ঘন্টা আগে তৎকাল টিকিট কাটার সুযোগ পাওয়া যেত। তবে এবার থেকে ১০ থেকে ৬০ দিন আগেও তৎকাল টিকিট কাটা যাবে।
সেই সঙ্গে আরো একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যেমন এবার থেকে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসে পেপারলেস টিকিট চালু হবে। এই ট্রেনগুলোতে কয়েক মাস আগে কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আরও কামরার সংখ্যা বাড়ানো হতে পারে। রাজধানী, দুরন্ত এবং বিভিন্ন মেল এক্সপ্রেসে টিকিটের চাহিদা দেখেই বিকল্প ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল।
এছাড়াও ট্রেন টিকিট এবার বিভিন্ন ভাষাতে পাওয়া যাবে। আগে শুধুমাত্র ইংরেজি এবং হিন্দি ভাষাতে ট্রেনের টিকিট পাওয়া যেত। এই দুই ভাষা না জানলে বহুযাত্রীর টিকিটে কী লেখা আছে বুঝতে অসুবিধা হতো। সেই সমস্যা দূর করার জন্য নতুন এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী ২রা জুলাই থেকে এই একগুচ্ছ নতুন নিয়ম চালু হবে। নতুন ওয়েবসাইটে এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন : ট্রেনে ছাড়ার আগের মুহূর্তেও মেলে কনফার্ম রিজার্ভড টিকিট, ৯৯% মানুষ জানেন না
আরও পড়ুন : কোন কোন ট্রেন থেকে সবথেকে বেশি আয় হয় রেলের? নাম শুনলে চমকে যাবেন
২রা জুলাই থেকে তৎকাল স্পেশাল পরিষেবার আওতায় ১০ থেকে ৬০ দিনের মধ্যে তৎকাল টিকিট কেটে রাখতে পারবেন। কোনও কারণে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন। পেপারলেস টিকিট চালু হয়ে গেলে প্রিন্ট করা টিকিট আর সঙ্গে রাখার প্রয়োজন পড়বে না। মোবাইলে সিট নাম্বার বলে দিলেই হবে।