বর্ষার সময় বেড়ানোর কথা ভাবছেন? খুব বেশিদূর যেতে হবে না আপনাকে। লাগবে না বেশি বাজেটও। খুবই কম খরচে বাংলারই বেশ কিছু জায়গাতে কাটিয়ে আসতে পারেন বর্ষার এই সময়টা। খুব বেশি খরচও হবে না যাতায়াত কিংবা ঘোরাঘুরিতে। দেখে নিন এক নজরে কোন কোন জায়গায় রয়েছে এই তালিকায়।
টাকি
উত্তর ২৪ পরগনা জেলার টাকি শহর থেকে ঘুরে আসতে পারেন। ইছামতির ধারে অবস্থিত এই শহর। নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। বর্ষার সময় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ইছামতি নদীতে নৌকা ভ্রমণ মিস করবেন না যেন।
দীঘা
সমুদ্র পছন্দ হলে ঘুরে আসতে পারেন দীঘা থেকে। গ্রীষ্ম হোক বর্ষা কিংবা শীত, প্রত্যেক মরশুমে এই সমুদ্র শহরের আলাদাই রুপ ফুটে ওঠে। বর্ষার সময় দীঘাতে হরেক রকম মাছ পাবেন। কাছাকাছিতে মন্দারমনি, তাজপুর, শংকরপুর থেকে ঘুরে আসতে পারবেন।
গেঁওখালি
মহিষাদলের কাছে অবস্থিত ছোট্ট এই গ্রাম কার্যত সৌন্দর্যে ডুয়ার্সকেও নাকি হার মানায়। রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই গ্রাম। এই অফবিট লোকেশনে লোকজনের ভিড় খুব একটা থাকে না।
ডুয়ার্স
বর্ষার সময় জঙ্গলের রূপ হয়ে ওঠে মায়াবী। তবে এখন তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকবে। কিন্তু জঙ্গলের লাগোয়া রিসোর্ট এবং বাংলোতে বসে দূর থেকে জঙ্গলের বৃষ্টি উপভোগ করতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে গরুমারা, লাটাগুড়ি, বক্সা, জয়ন্তী, জলদাপাড়া থেকে ঘুরে আসুন কয়েকটা দিন।
গাদিয়াড়া
দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গমস্থলে রয়েছে এই গাদিয়াড়া। বর্ষার সময় দু-তিন দিন এখান থেকেও কাটিয়ে আসতে পারেন।
পারমাদন
ভারত ও বাংলাদেশের একেবারে সীমানাতে অবস্থিত বনগাঁর এই শহর। ইছামতি নদীর ধারে ৬৮ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে পারমাদন অভয়ারণ্য। বর্ষার সময় এই অভয়ারণ্য বন্ধ থাকবে। কিন্তু জঙ্গলের লাগোয়া রিসোর্টে বসে ভালোই বর্ষা উপভোগ করা যাবে।
গড়পঞ্চকোট
পুরুলিয়া জেলার গড় পঞ্চকোটকেও রাখতে পারেন আপনার টুরিস্ট স্পটের তালিকায়। এখানে রয়েছে পাঞ্চেত ড্যাম। কম খরচে দু-তিন দিনের জন্য আরামসে ছুটি কাটিয়ে আসতে পারবেন।
মাইথন
পশ্চিমবঙ্গের ঠিক পাশেই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন ড্যাম থেকে ঘুরে আসতে পারেন। এখানে নদীতে স্পিডবোটে চেপে ঘুরতে পারবেন।
শান্তিনিকেতন
বর্ষা কাটানোর জন্য শান্তিনিকেতনের মত শান্তির জায়গা আর নেই। শান্তিনিকেতনের সবুজে ঢাকা পরিবেশ বর্ষায় আরও মায়াবী হয়ে ওঠে। সপ্তাহের শেষে দুদিনের ছুটি কাটাতে ঘুরে আসুন শান্তিনিকেতন থেকে।
আরও পড়ুন : বর্ষায় ট্রেকিং করতে চান? ঘুরে আসুন ভারতের সেরা এই ৩ ট্রেকিং সাইট
আরও পড়ুন : শুধু পুরী নয়, জগন্নাথ দর্শন করুন বাংলার এই ১০ রথযাত্রায়
ম্যাসাঞ্জোর
ঝাড়খণ্ডের দুমকা জেলার ময়ূরক্ষী নদীর ধারে ম্যাসাঞ্জোর বাঁধ। বর্ষার সময় উপচে পড়ে নদী। চারপাশে রয়েছে ঘন সবুজ বন। নদী এবং বনের ধারে কোনও রিসোর্ট বুকিং করে বর্ষা উপভোগ করতে পারবেন।