আজ থেকে বদলে গেল শেষ মেট্রো ছাড়ার সময়! রইল নতুন সময়সূচী

রোজ কয়েক হাজার মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় কলকাতা মেট্রো। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়সূচীতে কিছু পরিবর্তন করা হয়েছিল। আবারও বদলে গেল সেই নিয়ম।

যাত্রীদের সুবিধার্থে সোম থেকে শুক্রবার রাত ১১ টার সময় দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছিল। মেট্রোর এই নিয়ম চলেছিল বেশ কিছুদিন।

কলকাতার শেষ মেট্রো পরিষেবা রাত ৯:৪২ মিনিটে পাওয়া যায়। যাত্রীরা শেষ মেট্রোর সময় বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। সেইমত রাত ১১টায় শেষ মেট্রো ছাড়া হচ্ছিল।

আদালতের নির্দেশে গত ২৪ শে মে থেকে সোম থেকে শুক্রবার শেষ মেট্রো রাত ১১টার সময় ছাড়ছিল। কিন্তু এক মাসের মাথায় বদলে গেল সেই নিয়ম।

আসলে এত রাতের দিকে শেষ মেট্রো ছাড়ার কারণে যাত্রীদের অসুবিধা হচ্ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। যাত্রী সংখ্যাও কমছিল।

যাত্রীদের সুবিধা হচ্ছিল না উল্টে হয়রানি বাড়ছিল। যাত্রীরাও সময় পাল্টানোর দাবি জানাচ্ছিলেন।

২৪ শে জুন থেকে সোম থেকে শুক্র শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৪০ মিনিটে। এর ফলে যাত্রীদের সুবিধা হবে আশা করা হচ্ছে।