পাসপোর্ট ছাড়া বিদেশের মাটিতে পা দিতে পারবেন না ভারতীয়রা। তবে ভারতে পাসপোর্ট তৈরি প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অনেকগুলি পর্যায়ের মধ্য দিয়ে যায় পাসপোর্ট তৈরি প্রক্রিয়া। যে কারণে সময় বেশি লাগে। কিন্তু পাসপোর্ট যাতে দ্রুত তৈরি হয় তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নিল বিদেশ মন্ত্রক। বড় ঘোষণা করলেন বিদেশ মন্ত্রী এস জয় শংকর।।
সম্প্রতি পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশ মন্ত্রী এস জয় শংকর বলেছেন আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের সুবিধার জন্য ও সারা পৃথিবী জুড়ে গতিশীলতা বাড়ানোর জন্য পাসপোর্ট সরবরাহের ইকো সিস্টেম আরও উন্নত করে তোলে হবে। বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে ভারতের ৪৪০ টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হয়েছে। ৯৩ টি পাসপোর্ট সেবা কেন্দ্র, ৫৩৩টি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র ও ৩৭ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। ১৮৭ টি ভারতীয় মিশনে পাসপোর্ট জারি করার ব্যবস্থা জারি হয়েছে। এবার পুলিশ ভেরিফিকেশনের জন্য সময় যাতে কমানো যায় তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবে।
ভারতের ২৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯ হাজার থানায় এম পাসপোর্ট পুলিশ অ্যাপ চালু করা হয়েছে। কাগজ বিহীন ডকুমেন্টেশন প্রক্রিয়া যাতে সহজ করা যায় তার জন্য পাসপোর্ট সেবা সিস্টেমে ডিজিলকার সিস্টেম সংযুক্ত হয়েছে। পাসপোর্ট সরবরাহের প্রক্রিয়ায় গতি এলে তা ভারতের শিক্ষা, দক্ষতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক, সুরক্ষা, নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন : ডকুমেন্টস ছাড়াই পাসপোর্ট বানান এইভাবে! ফোনে থাকতে হবে শুধু এই অ্যাপ
আরও পড়ুন : কীভাবে পাসপোর্ট বানাবেন? কী কী ডকুমেন্টস লাগবে? জেনে নিন পদ্ধতি
এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সাধারণ পাসপোর্ট পেতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। তৎকাল পাসপোর্ট ১ থেকে ৩ দিনের মধ্যে পাওয়া যায়। পুলিশ ভেরিফিকেশনের পর পাসপোর্ট পেতে এক মাস সময় লেগে যায়। সেই কাজে গতি আনতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক।