মহিলাদের সুবিধার্থে ট্রেনে তো লেডিস স্পেশাল কামরা রয়েছে। কিন্তু বাসে এরকম ব্যবস্থা বিশেষ ছিল না এতদিন। এবার রাজ্যের পরিবহন দপ্তর মহিলাদের কথা ভেবেই বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল। লেডিস স্পেশাল সরকারি বাস চালানো হবে এবার। কোন রুটে চলবে? কোন সময় সুবিধা পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত।
মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে লেডিস স্পেশাল সরকারি বাসের পরিষেবা চালু করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এবং পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র। এবার থেকে প্রত্যেকদিন সকাল ৯.৩০ টার সময় এই লেডিস স্পেশাল সরকারি বাস ছাড়বে। পরীক্ষামূলকভাবে এই বাসের পরিষেবা চালু হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন রুটে লেডিস স্পেশাল বাস বাড়ানো হতে পারে।
আপাতত এই বাস বালিগঞ্জ এবং হাওড়ার মধ্যে চলাচল করবে। লেডিস স্পেশাল নন-এসি এই বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রীট, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশনে পৌঁছাবে। নতুন এই ব্যবস্থায় উৎসাহিত মহিলারা। আগামী দিনে অন্যান্য রুটেও লেডিস স্পেশাল বাস চালু হলে সুবিধা পাবেন অন্যান্য মহিলারা।
উল্লেখ্য, ২০১৩ সালে মদন মিত্র পরিবহনমন্ত্রী থাকার সময় কলকাতাসহ বেশ কিছু জেলাতে লেডিস স্পেশাল বাস চালু হয়েছিল। তবে যাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ না থাকায় সেই পরিষেবা বন্ধ করে দিতে হয়। দশ বছরের মাথায় ফের তা চালু হল। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পরিষেবায় কতটুকু সাড়া মিলবে তার উপরেই নির্ভর করছে এর ভাগ্য।
আরও পড়ুন : গাড়ি কিংবা বাসের সব থেকে নিরাপদ সিট কোনটি?
আরও পড়ুন : ১২টি রুটে ছুটবে নতুন ৩৮টি বাস! দার্জিলিং যাওয়া এখন আরও সহজ
তবে প্রশাসনের অনুমান গতবারের তুলনায় এইবার লেডিস স্পেশাল বাসের পরিষেবা সফল হবেই। অফিস টাইমে বাসগুলোতে পুরুষ সহযাত্রীদের সঙ্গে আর ঠেলাঠেলি করে গন্তব্যে পৌঁছাতে হবে না মহিলাদের। আলাদা বাস চালু হওয়াতে বরং মহিলাদের সুবিধাই হবে।