নিত্যদিনের যাতায়াত হোক কিংবা দূরপাল্লার যাতায়াত, কোটি কোটি মানুষের ভরসা ভারতীয় রেল। কম সময়ের মধ্যে দীর্ঘপথ অতিক্রম করে ভারতীয় রেল। দেশের বিভিন্ন রাজ্যে রেলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। দিনে দিনে এই নেটওয়ার্ক আরও বৃদ্ধি পাচ্ছে। জানেন কি ভারতের সবথেকে দীর্ঘ রেলপথ কোনটি? কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়?
ভারতের সবথেকে দীর্ঘ পথ অতিক্রমকারী ট্রেনের নাম হল বিক্রম এক্সপ্রেস। স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকীতে বিবেক এক্সপ্রেস চালু করা হয়। আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে এই রেলপথ। যার বিস্তার প্রায় ৪ হাজার ৩০০ কিলোমিটার।
এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে বিবেক এক্সপ্রেসের সময় লাগে ৮০ ঘন্টারও বেশি। ৯টি রাজ্যের উপর দিয়ে যায় এই রেলপথ। এর মধ্যে রয়েছে আসাম, নাগাল্যান্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা, অন্ধপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এটাই সবথেকে দীর্ঘতম রেলপথ বলে বিবেচিত হয়।
বিবেক এক্সপ্রেসের সমগ্র ট্রেনটিতে মোট ১৯ টি কোচ রয়েছে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য কামরা বিশেষে ১২০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে পারে। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া ১ হাজার ২০০ টাকা। থার্ড এসির ভাড়া ৩০০০ টাকা। সেকেন্ড এসির ভাড়া ৫০০০ টাকা।
আরও পড়ুন : আর ভিড়ে ঠেলাঠেলি নয়! শিয়ালদা স্টেশনে বসবে এই বিশেষ ব্যবস্থা
আরও পড়ুন : ভারতের এই রাজ্যের চলে না ট্রেন! ট্রেন ধরতে যেতে হয় অন্য রাজ্যে
বিবেক এক্সপ্রেস সপ্তাহে মাত্র দুদিন ছাড়ে। ডিব্রুগড় থেকে ৭টা ২৫ মিনিটে ছাড়ে এবং ৮০ ঘন্টা পরে কন্যাকুমারী স্টেশনে পৌঁছায়। ২০১১-১২ সালের রেল বাজেট পেশ করার সময় এই ট্রেনের কথা ঘোষণা করা হয়েছিল। বর্তমানে এটাই ভারতের সর্ববৃহৎ রেলপথ এবং বিবেক এক্সপ্রেস ভারতের সবথেকে দীর্ঘ পথ অতিক্রম করে।