কোন কোন ট্রেন থেকে সবথেকে বেশি আয় হয় রেলের? নাম শুনলে চমকে যাবেন

Published on:

Highest Earned Trains In India

প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকেন। এই কয়েক কোটি যাত্রীর থেকে রেলেরও কয়েক শো কোটি টাকা উপার্জন হয়। তবে জানেন কি ভারতীয় রেলের সবথেকে বেশি আয় হয় কোন কোন ট্রেন চালিয়ে? আজকের এই প্রতিবেদন থেকে জানুন ভারতীয় রেলের আয়ের সব থেকে বেশি অংশ আসে কোন কোন ট্রেন থেকে।

ভারতে প্রতিদিন ২২ হাজার ৫৫৩ টি ট্রেন চলে। এর মধ্যে ১৩ হাজার ৪৫২টি যাত্রীবাহী ট্রেন রয়েছে। এর মধ্যে সুপারফাস্ট ট্রেন শতাব্দী এবং দুরন্তের মত কিছু দ্রুত গতি সম্পন্ন ট্রেন রয়েছে। আগামী দিনে বন্দে ভারত, বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। এতগুলো ট্রেনের মধ্যে বর্তমানে ৫ টি ট্রেন রেলকে সর্বাধিক আয় দিচ্ছে।

22692 Hazrat Nizamuddin Train

২২৬৯২ ব্যাঙ্গালোর-রাজধানী এক্সপ্রেস

হযরত নিজামুদ্দিন থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত চলে এই ট্রেনটি। বর্তমানে এটি ভারতের সবচেয়ে বেশি আয় সম্পন্ন ট্রেন। যেখান থেকে বছরে কোটি কোটি টাকা আয় হয়। ২০২২-২৩ অর্থবছরে এই ট্রেন থেকে রেলের আয় হয়েছিল ১৭৬ কোটি টাকা।

শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস

নয়াদিল্লি থেকে কলকাতা যায় এই ট্রেনটি। আয়ের দিক থেকে এই ট্রেন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস থেকে আয় হয়েছিল ১২৮ কোটি টাকা।

Sealdah Rajdhani Express

ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

এই ট্রেনটি নয়া দিল্লি থেকে ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। বর্তমানে এটি তৃতীয় স্থানে রয়েছে আয়ের নিরিখে। ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ অর্থবছরে ১২৬ কোটি টাকা উপার্জন করেছিল।

মুম্বাই রাজধানী এক্সপ্রেস

নয়া দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে যাতায়াত করে এই ট্রেন। বর্তমানে এটি দেশের আয়ের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১২২ কোটি টাকা উপার্জন করেছিল এই ট্রেন।

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রা করলেই কোর্টে চালান! হাওড়া স্টেশনে জারি কড়া নিয়ম

Dibrugarh Rajdhani Express

আরও পড়ুন : ভারতের এই রাজ্যের চলে না ট্রেন! ট্রেন ধরতে যেতে হয় অন্য রাজ্যে

১২৪২৪ ডিব্রুগড় রাজধানী

নয়া দিল্লি থেকে কানপুর, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, দানাপুর, পাটলিপুত্র, কাটিহার, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি হয়ে চলাচল করে এই ট্রেনটি। বর্তমানে আয়ের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে এই ট্রেন। গত অর্থবছরে ১১৬ কোটি টাকা উপার্জন করেছিল।