বর্তমানে নিত্যদিনে যাতায়াতের জন্য কোটি কোটি মানুষ ভারতীয় রেলের উপর ভরসা করেন। কম সময়ে কম খরচের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য এর থেকে ভালো বিকল্প এখন আর নেই। শিশু থেকে বয়স্ক, সকলেই ট্রেনে চড়তে পারেন। তবে বয়স্কদের জন্য ভারতীয় রেলের কিছু বিশেষ সুবিধা রয়েছে। যার মধ্যে নতুন একটি সুবিধা সম্প্রতি যুক্ত হল। জেনে নিন সেটা কী।
সম্প্রতি সিনিয়র সিটিজেনদের জন্য বার্থ বুকিংয়ের নিয়মে পরিবর্তন এল। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে বার্থ বুকিং করেই যেতে পছন্দ করেন যাত্রীরা। ট্রেনে সাধারণত লোয়ার, মিডিল এবং আপার বার্থ পাওয়া যায়। তবে বয়স্ক ব্যক্তিরা উপরের বার্থগুলোতে উঠতে বেশিরভাগ ক্ষেত্রে মুশকিলে পড়েন। তাই তাদের চাহিদা থাকে লোয়ার বার্থ। এবার সেই নিয়মে কিছু পরিবর্তন এলো।
সাধারণত ট্রেনের টিকিট বুকিংয়ের সময় বার্থ বাছাই করার অপশন যাত্রীদের হাতে থাকে না। ট্রেনের ম্যানুয়াল সিলেকশন হয়। কিন্তু বয়স্কদের জন্য এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যে সমস্ত বয়স্ক ব্যক্তি মিডিল এবং আপার বার্থে উঠতে পারবেন না তারা লোয়ার বার্থ পেতে পারেন। তবে এক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় কিছু নিয়ম মানতে হবে।
ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থা অটোমেটেড। তাই চাহিদা থাকলেই যাত্রীরা লোয়ার বার্থ পেতে পারেন না। কিন্তু বয়স্ক ব্যক্তিরা যদি লোয়ার বার্থের প্রয়োজন অনুভব করেন তাহলে টিকিট বুকিং করার সময় জেনারেল কোটায় টিকিট না কেটে রিজার্ভেশন চয়েস অপশন বেছে নিন।
রেলের নিয়ম অনুসারে যিনি আগে টিকিট বুকিং করবেন তিনি আগে সুবিধা পাবেন। কিন্তু বয়স্ক যাত্রীরা যদি রিজার্ভেশন চয়েস অপশন বেছে নিয়ে টিকিট কাটেন তাহলে লোয়ার বার্থ ফাঁকা থাকলে তারা সেটা পেয়ে যাবেন। এর জন্য বুকিং এর সময় নিজের গন্তব্য এবং ট্রেন বেছে নেওয়ার পর প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। তারপর রিজার্ভেশন চয়েস অপশন পাবেন।
আরও পড়ুন : ট্রেন মিস হলে টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে? জেনে নিন উপায়
আরও পড়ুন : ট্রেনে ছাড়ার আগের মুহূর্তেও মেলে কনফার্ম রিজার্ভড টিকিট, ৯৯% মানুষ জানেন না
রিজার্ভেশন চয়েস অপশন ক্লিক করার পর কতগুলি লোয়ার বার্থ আপনার প্রয়োজন সেটা লিখে জানান। সর্বাধিক দুটি লোয়ার বার্থের জন্য বুকিং এর আবেদন করা যেতে পারে। রেলের এই নতুন নিয়মে অনেক উপকার পাবেন বয়স্ক যাত্রীরা।