শুধু পুরী নয়, জগন্নাথ দর্শন করুন বাংলার এই ১০ রথযাত্রায়

শুধু পুরী নয়, রথযাত্রাতে জগন্নাথ দেবের দর্শনের জন্য যেতে পারেন বাংলার এই ১০ জায়গাতেও।

মায়াপুর

মায়াপুরের রথ উৎসব জগৎ বিখ্যাত। ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে মায়াপুরে এবং রাজাপুরে ৯ দিন ধরে কীর্তন, বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠান চলবে।

মাহেশের রথ

বাংলার প্রাচীনতম উৎসব মাহেশের রথের উৎসব। চতুর্দশ শতকে এই উৎসবের সূচনা হয়। হুগলির শ্রীরামপুরে মাহেশ গ্রামে স্নানপিড়ি ময়দানে এক মাস ব্যাপী মেলা চলবে।

মহিষাদলের রথযাত্রা

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা ২০০ বছরের পুরনো। ১৭৭৬ সালে মহিষাদলের জমিদার আনন্দলালের স্ত্রী জানকি দেবী এই রথযাত্রা উৎসবের সূচনা করেন।

রাজবলহাটের রথযাত্রা

হুগলির রাজবলহাট রথযাত্রাতে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বদলে রাধাকৃষ্ণের রথযাত্রার উৎসব হয়।

গুপ্তিপাড়ার রথযাত্রা

গুপ্তিপাড়ার রথযাত্রায় বিশাল মেলা বসে। ৯ দিন ধরে চলে অনুষ্ঠান। এখানে রথের দিন ৪০ কুইন্টাল খাবার বিতরণ হয়।

আমোদপুরের রথযাত্রা

বর্ধমানের মেমারির আমোদপুরেও ধুমধাম করে রথযাত্রার উৎসব পালন হয়। আমোদপুরের জমিদার বাড়ির তরফ থেকে এই উৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছর।

এছাড়াও বাংলার বিখ্যাত রথযাত্রা উৎসবের মধ্যে রয়েছে বারুইপুরের রায় চৌধুরী বাড়ির রথযাত্রা, বর্ধমান রাজবাড়ির রথযাত্রা, কালনা রাজবাড়ির রথযাত্রা, কলকাতার পার্ক স্ট্রিটের ইসকনের রথযাত্রা।