ভারতীয় রেল বলতে গেলে বিশ্বের সবথেকে বৃহত্তম রেলের নেটওয়ার্ক। যত দিন যাচ্ছে রেলের আরও সম্প্রসারণ হচ্ছে। নতুন নতুন রুটে রেললাইন পাতা হচ্ছে। তবে জানেন কি এখনও ভারতের একটি রাজ্যে ট্রেনের নেটওয়ার্ক গিয়ে পৌঁছায়নি? ভারতে এমন একটি রাজ্য রয়েছে যেখানে ট্রেন ছাড়ে না। জানেন কি সেই রাজ্যের নাম?
ভারতের এই রাজ্যে রেলের লাইন, রেল স্টেশন কিছুই নেই। এই রাজ্যের উপর দিয়ে ট্রেন চলাচল ব্যবস্থা নেই। এখানকার মানুষদের প্রয়োজনে অন্য রাজ্যে গিয়ে ট্রেন ধরতে হয়। সেই রাজ্যের নাম সিকিম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যই একমাত্র রাজ্য যেখানে ট্রেন চলাচলের ব্যবস্থা নেই। এখানে কোনও রেলওয়ে ট্র্যাক বসানো যায়নি।
ভারতের দুর্গম থেকে দুর্গমতর জায়গাতেও বর্তমানে রেলওয়ে ট্র্যাক বসানো হচ্ছে। কিন্তু সিকিম রাজ্য এর বাইরে রয়েছে। এখানে একমাত্র ন্যাশনাল হাইওয়ে ১০ সংযোগের একমাত্র রাস্তা। এখানকার মানুষদের যদি কোথাও যেতে হয় তাহলে বাস কিংবা গাড়ির ভরসায় থাকতে হয়। অন্য কোনও রাজ্যে যেতে হয় ট্রেন ধরার জন্য।
আসলে হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যে গোটাটাই পাহাড় রয়েছে। তাই এখানে রেলের ব্যবস্থা করা যায়নি এতদিন। কিন্তু এখানে ট্রেনের কাজ এগোনোর ব্যবস্থা করেছে প্রশাসন। এই বছরের ফেব্রুয়ারি মাসেই সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন রংপোর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে রেলস্টেশন গড়ে উঠবে।
রংপো রেলওয়ে স্টেশন গড়ে ওঠাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এই রেলস্টেশন তৈরি হয়ে গেলে গ্যাংটক থেকে নাথুলার সিকিম-চীন সীমান্ত পর্যন্ত রেল পরিষেবার আওতায় চলে আসবে। ২০২২ সালে প্রথম এই রেল প্রকল্প অনুমোদন পায়। এই প্রকল্পের আওতায় সেবক এবং রংপোর মধ্যে ৪৪.৪৬ কিলোমিটার রেললাইন স্থাপন করা হবে।
আরও পড়ুন : আর ভিড়ে ঠেলাঠেলি নয়! শিয়ালদা স্টেশনে বসবে এই বিশেষ ব্যবস্থা
আরও পড়ুন : ট্রেন মিস হলে টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে? জেনে নিন উপায়
এই সম্পূর্ণ পথের মধ্যে ৩৮.৬৫ কিলোমিটার ১৪ টি টানেলের মধ্য দিয়ে যাবে। সেতুর মধ্য দিয়ে ২.২৫ কিলোমিটার পথ যাবে। ৪.৭৯ কিলোমিটার স্টেশন ইয়ার্ডের কাটিং-ফিলিংয়ে থাকবে। সম্পূর্ণ রেলপথে পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে। সেবক, রেয়াং, মেলি, রংপো এবং তিস্তা বাজার। এই রেলপথ চালু হয়ে গেলে এবার সরাসরি রেল পথেই গ্যাংটকে পৌঁছানো যাবে।