নিজের সুন্দর সুন্দর ছবি তুলতে চান! ঘুরে আসুন বাংলার এই সেলফি জোন থেকে

Published on:

Selfie Zone In Aniket Dam Besides Kansabati River

বর্তমান সময়ে বেড়ানো আর ছবি তোলা প্রায় প্রত্যেকেরই প্যাশনের মধ্যে পড়ে। এখন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেলফি জোন গড়ে উঠছে। কিন্তু মেদিনীপুরের সেলফি জোনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। সমুদ্র, পাহাড়, জঙ্গল তো অনেক হল, এবার বরং ঘুরে আসুন মেদিনীপুরের কংসাবতী নদীর অ্যানিকেট ড্যাম থেকে। সেলফি তুলে শেষ করতে পারবেন না।

কলকাতা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে মেদিনীপুর। এখানকার কংসাবতী নদীর ধারের সৌন্দর্যের কথা অনেকেই জানেন। অ্যানিকেট ড্যাম বর্তমানে এখানকার বেড়ানোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে রাতের দিকে এখানে মানুষের ভিড় উপচে পড়ে। নানারকম আলোর খেলা চলে।

ANIKET DAM

রাত হলেই কংসাবতী নদীর পাড়ে লাইট এবং সাউন্ড ব্যবস্থা চালু হয়ে যায়। নদীর ধারের মৃদুমন্দ বাতাস শরীর জুড়িয়ে দেবে। বিকেল হলেই এখানে অনেক মানুষ আসতে শুরু করেন। কংসাবতী নদীর অন্য একটি ঘাটে রয়েছে সেলফি জোন। যেখানে সন্ধ্যার পর‌ লাইটিং দেওয়া হয়। চলে সাউন্ড সিস্টেম।

মেদিনীপুরের বাসিন্দারা তো বটেই, আশেপাশের শহর এবং জেলা থেকেও বহু মানুষ এখানে আসেন সময় কাটানোর জন্য। কলকাতা থেকে ট্রেনে গেলে খড়গপুর বা মেদিনীপুর স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে অটো কিংবা টোটো করে কংসাবতীর ঘাটে পৌঁছানো যায়। বাসে গেলে মেদিনীপুরের আমতলাতে নামতে হবে। তারপর সেখান থেকে হাঁটা পথে পৌঁছানো যাবে।

আরও পড়ুন : বর্ষায় বেড়ানোর পারেফেক্ট ডেস্টিনেশন, ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন থেকে

ANIKET DAM

আরও পড়ুন : ভুলে যান দিঘা-মন্দারমনি, মৎসপ্রেমী বাঙালির সেরা ঠিকানা এখন যমুনাসুল সমুদ্র সৈকত

কংসাবতী নদীর অ্যানিকেট ড্যাম বর্তমানে ভ্রমণপ্রেমীদের কাছে বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মের ভিড় এখানে বেশি লক্ষ্য করা যায়। এখানে এসে যত খুশি সেলফি তুলুন। কোনও বাঁধা নেই। বিকেল থেকে রাত অব্দি যখন খুশি আসতে পারবেন। তবে সন্ধ্যার পর এলে নানা রকম আলোর খেলা দেখতে পাবেন। তার মধ্যে সেলফি তোলার মজাই আলাদা।