ট্রেন মিস হলে টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে? জেনে নিন উপায়

Published on:

What If You Missed Train After Booked Ticket

প্রত্যেকদিন প্রায় কয়েক কোটি মানুষ ভারতীয় রেল ব্যবহার করেন যাতায়াতের জন্য। কম খরচে এবং কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এর থেকে ভালো বিকল্প এখন আর কিছু নেই মানুষের হাতে। কিন্তু ট্রেনের টিকিট কেটে যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে কী করবেন জানা আছে? আবার নতুন টিকিট কাটতে হবে নাকি টিকিটের টাকা ফেরত পাওয়া যায়? জেনে নিন রেলের নিয়ম।

অনেক সময় দেখা যায় ট্রেন টিকিট কাটার পর ট্রেনে উঠে পড়েও জরুরী প্রয়োজনে খাবার কিনতে কিংবা জল কিনতে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে আসলে ট্রেন ছেড়ে দেয়। কিন্তু ওই যাত্রী আর ট্রেনে উঠতে পারেন না। এভাবে ট্রেন মিস হয়ে গেলে কী করবেন? যে টিকিট আছে আপনার কাছে সেই টিকিট দিয়ে কি অন্য কোনও ট্রেনে উঠতে পারবেন‍?

Train

ভারতীয় রেলের নিয়ম অনুসারে আপনি এক ট্রেনের টিকিট কেটে অন্য ট্রেনে উঠতে পারবেন না। আপনাকে ওই স্টেশন থেকে নতুন করে ট্রেনের টিকিট কাটতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার ট্রেন মিস হয়ে যায় তবে আপনি ওই ট্রেনের টিকেট দেখিয়ে পরবর্তী ট্রেনে উঠতে পারবেন না। কিন্তু কিছু ক্ষেত্রে আপনি টাকা ফেরত পেতে পারেন। জেনে রাখুন সেটা।

আরও পড়ুন : কীভাবে লোয়ার বার্থের সিট বুকিং করবেন? জেনে নিন টিকিট বুকিংয়ের নিয়ম

Indian Railways

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রা করলেই কোর্টে চালান! হাওড়া স্টেশনে জারি কড়া নিয়ম

যাত্রা শুরুর আগেই যদি ট্রেন মিস হয়ে যায় আপনার সে ক্ষেত্রে আপনি টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। এজন্য আপনাকে টাকা ডিপোজিট রিসিপ্ট বা টিডিয়ার ফাইল করতে হয়। ট্রেন ছাড়ার এক ঘণ্টার মধ্যে আপনাকে টিডিয়ার ফাইল করতে হবে। সেই সঙ্গে ট্রেন মিস হওয়ার কারণ জানাতে হবে। তবে টিডিয়ার ফাইল করার আগে টিকিট ক্যানসেল করা যাবে না। তাহলে কিন্তু টাকা ফেরত পাবেন না।