সদ্য পার হয়েছে ২১শে জুন। এদিন বিশ্ব যোগ দিবস পালন হয়। গোটা বিশ্ব ভারতের যোগাসনের প্রক্রিয়াকে সুস্থতার চাবিকাঠি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারতের যোগ গুরুদের থেকে যোগাসন শিখবেন বলে দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন। যোগাভ্যাস এবং মেডিটেশন করার জন্য ভারতে অনেক আশ্রম রয়েছে। এই প্রতিবেদনে রইলো তেমন কিছু আশ্রমের হদিশ।
ভারত হেরিটেজ সার্ভিস
ঋষিকেশের এই ভারত হেরিটেজ সার্ভিস আশ্রমে বিনামূল্যে থাকা, খাওয়াসহ একাধিক সুবিধা পাওয়া যায়। এখানে যোগাসন, মেডিটেশন কোর্স, ডিটক্স প্রোগ্রামসহ একাধিক অ্যাক্টিভিটি হয়। এখানে চাইলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।
পরমার্থ নিকেতন
ঋষিকেশে রয়েছে পরমার্থ আশ্রম। এটা ঋষিকেশের সবথেকে বড় আশ্রম। এখানে স্বেচ্ছাসেবকদের জন্য বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুবিধা রয়েছে। প্রত্যেক বছর এখানে আন্তর্জাতিক যোগ উৎসব পালন হয়।
শিবানন্দ আশ্রম
কেরালার পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে নেয়ার বাঁধের কাছে রয়েছে শিবানন্দ আশ্রম। এই আশ্রমের প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে। যোগ প্রশিক্ষণের জন্য পর্যটকরা এখানে আসেন।
আরও পড়ুন : টেরাকোটা মন্দিরের ছড়াছড়ি! ইতিহাসের সাক্ষী থাকতে ঘুরে আসুন পূর্ব বর্ধমানের এই গ্রাম থেকে
গীতা ভবন
ঋষিকেশেরই আরেকটি আশ্রম হল গীতাভবন। গঙ্গা নদীর ধারে অবস্থিত এই জায়গা আধ্যাত্মিক সাধনার পক্ষে উপযুক্ত। এখানে এক হাজারটি ঘর রয়েছে। এখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। আশ্রমে ধ্যান এবং যোগ সাধনার ব্যবস্থা আছে।