গাড়ি কিংবা বাসের সব থেকে নিরাপদ সিট কোনটি? কোন সিটে বসলে দুর্ঘটনার আশঙ্কা কম?

বাস, ট্রেন কিংবা সাধারণ চারচাকা গাড়ি, নিরাপদ সিট কোনটি? জানেন কি কোন সিটে বসলে দুর্ঘটনা থেকে রক্ষা মিলবে?

যদি আপনি ৭ আসনের চার চাকা গাড়িতে যাতায়াত করেন সে ক্ষেত্রে মাঝের সারিতে বসুন। শিশু এবং বয়স্কদের গাড়িতে মাঝের সারিতে বসানোর নিয়ম রয়েছে।

বাসে মাঝের চাকার উপরের সিটে বসুন। এর জন্য বাসের ৩০ থেকে ৩৫ নম্বরের মধ্যে সিট নেওয়ার চেষ্টা করুন।

ট্রেনেও মাঝের কামরার সিট বুক করেন। যদি মাঝের কামরা নাও পান সেক্ষেত্রে যেকোনও কামরার মাঝামাঝিতে থাকার চেষ্টা করুন।

ট্রেনের বগিতে মাঝারি আসন বুক করা মানে কিন্তু মিডলবার্থ বুক করা নয়। মাঝের আসন মানে ৩০ থেকে ৩৫ নম্বরের মধ্যে আসন।

এতে দুর্ঘটনা ঘটলেও তার তীব্রতা ট্রেনের আগে এবং শেষের কামরায় থাকা যাত্রীদের তুলনায় মাঝের কামরার যাত্রীরা কম টের পাবেন।