মালদ্বীপ-লাক্ষাদ্বীপের নাম তো নিশ্চয়ই শুনেছেন? সমুদ্রপ্রেমীরা জীবনে অন্তত একবার হলেও এই দুই জায়গাতে যেতে চান। তবে জানেন কি খোদ বাংলাতেই এমন একটি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে যা কোনও অংশেই এই দুই সৈকতের তুলনায় কম নয়। যাকে বলা হয় ব্লু বিচ অফ বেঙ্গল অর্থাৎ নীল সৈকত। জানেন কি কোথায় রয়েছে এমন জায়গা?
কোথায় যাবেন?
যদি বাংলার মিনি লাক্ষাদ্বীপ যেতে হয় তাহলে ঘুরে আসুন নামখানার রাক্ষসখালি দ্বীপ থেকে। কলকাতার খুব কাছেই রয়েছে এই সমুদ্র সৈকত। যেতে মাত্র কয়েক ঘন্টা লাগবে। এখানে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন। শুধু তাই নয়, এখানে পৌঁছালে মনে হবে যেন কোনো বিদেশি সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে রয়েছেন।
কী কী দেখবেন?
নামখানার রাক্ষসখালি দ্বীপে সাগরের জল ঘন নীল। ব্লু বিচ অব বেঙ্গল বলে একে। দ্বীপের একেবারে শেষ প্রান্তে সমুদ্রের জল নীল দেখায়। দূর থেকে জি প্লট দেখা যাবে। এখানে বাঁধের উপর দিয়ে হাঁটতে পারবেন। দীঘার মত সমুদ্রের জলোচ্ছ্বাস এখানেও পাবেন। এখানে পর্যটকদের ভিড় তেমন থাকে না।
কীভাবে যাবেন?
শিয়ালদা থেকে নামখানা লোকালের চড়ে এখানে পৌঁছানো যায়। নামখানা স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছানো যাবে। আবার কেউ চাইলে কাকদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে নামখানা বাস স্ট্যান্ড পৌঁছে শেয়ার গাড়ি ভাড়া করে পৌঁছাতে পারবেন। পাথরপ্রতিমার বাসে চড়লে প্রথমে পাথরপ্রতিমা বাজারে আসতে হবে। তারপর ইঞ্জিন ভ্যানে রাক্ষসখালি ঘাটে পৌঁছাতে হবে। যুধিষ্ঠির জানা ফেরি ঘাটে পৌঁছে ফেরিতে করে রাক্ষসখালি দ্বীপে যেতে হয়।
আরও পড়ুন : শুধু পুরী নয়, উড়িষ্যাতে আছে আরও ৪টি সমুদ্র সৈকত, ৯৯ % মানুষ জানেন না
আরও পড়ুন : অনেক হল দীঘা-পুরী! নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসুন এই ৫ সমুদ্র সৈকত
কোথায় থাকবেন?
এখানে থাকার ব্যবস্থা তেমন ভালো নেই। আবার খাবারেরও তেমন ব্যবস্থা নেই। নিজের খাবার সঙ্গে করেই আনতে হবে। থাকতে হলে নামখানা কিংবা কাকদ্বীপের কোনও হোটেলে থাকতে হবে। সেখান থেকে একদিনের জন্য আরামসে ঘুরে আসতে পারেন নামখানা সমুদ্র সৈকত।