ভুলে যান দিঘা-মন্দারমনি, মৎসপ্রেমী বাঙালির সেরা ঠিকানা এখন যমুনাসুল সমুদ্র সৈকত

Published on:

Monsoon Travel Destination In Jamunasaul Sea Beach Check Details

দক্ষিণবঙ্গ এখনো গরমে অস্বস্তিতে থাকলেও উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে বহু আগে। বলতে গেলে বর্ষার মরসুম শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী প্রচুর ইলিশ ধরাও পড়ছে। তবে আপনি যদি বর্ষার ইলিশের স্বাদ নিতে চান সমুদ্রের ধারে বসে তাহলে খুব বেশি দূর যেতে হবে না আপনাকে। আজকের এই প্রতিবেদনে রইলো এমন একটি সমুদ্র সৈকতের ঠিকানা।

কোথায় যাবেন?

সমুদ্র মানেই সকলে বোঝেন দীঘা, পুরী কিংবা মন্দারমনি। কিন্তু কলকাতার একেবারে খুব কাছেই রয়েছে যমুনাসুল সমুদ্র সৈকত। উড়িষ্যার এই সৈকতের নাম হয়তো অনেকেই শোনেননি। তবে বর্ষার সময় যদি সমুদ্রে যেতে হয় তাহলে সব থেকে ভালো অপশন হতে পারে এই জায়গা। বিশেষ করে মাছ প্রেমীরা কিন্তু এখানে যাওয়া মিস করবেন না বর্ষায়।

 Jamunasaul sea beach

কী কী দেখবেন?

যমুনাসুল সমুদ্র সৈকত ঘোরার জন্য নিঃসন্দেহে আদর্শ। বর্ষার সময় এখানে এলে ইলিশ, চিংড়ি, ভেটকি ইত্যাদি বিভিন্ন মাছ পাবেন। এখানে যেহেতু খুব বেশি মানুষের ভিড় হয় না তাই নিরিবিলিতে সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারবেন। সমুদ্রের ধারে ঝাউবন রয়েছে। এখানকার পরিবেশ খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন।

অনেকে এখানে আসেন ছবি তোলার জন্য। সমুদ্রের ধারে দাঁড়িয়ে রিলস তোলা যাবে দেদার। এখানে সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার দেখা মিলবে। সমুদ্র এখানে তেমন উত্তাল নয়। ভোর বেলায় এলে জেলেদের মাছ ধরা দেখতে পাবেন। চাইলে আপনিও তাদের সঙ্গে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন : বাঘের দেখা মিলবেই, ঘুরে আসুন ভারতের বিখ্যাত এই ৫ জঙ্গল থেকে

 Jamunasaul sea beach

আরও পড়ুন : শুধু পুরী নয়, উড়িষ্যাতে আছে আরও ৪টি সমুদ্র সৈকত, ৯৯ % মানুষ জানেন না

কীভাবে যাবেন?

ধৌলি এক্সপ্রেস ধরে উড়িষ্যার বাস্তায় পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে যমুনাসুল সমুদ্র সৈকতে আসতে হয়। এখানে আপনি থাকার জন্য কেবল একটিই জায়গা পাবেন। তাই আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে।