বিনা টিকিটে যাত্রা করলেই কোর্টে চালান! হাওড়া স্টেশনে জারি কড়া নিয়ম

Published on:

Special Camp Court At Hawrah Station Caught 616 Passengers Without Ticket

ট্রেনের বিনা টিকিটে যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে ভারতীয় রেল। এবার থেকে টিকিট না কেটে ট্রেনে উঠলেই শাস্তি পেতে হবে। হাওড়া স্টেশনেও সম্প্রতি চালু হয়ে গেল নতুন এই ব্যবস্থা। হাওড়া স্টেশনে রেলওয়ে ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে বিনা টিকিটের যাত্রী ধরা পড়লেই তাকে সরাসরি এই ক্যাম্প কোর্টে আনা হবে।

অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় খুবই কম খরচে যাতায়াতের সুবিধা দেয় ভারতীয় রেল। ট্রেন টিকিটের মূল্য নামমাত্র। কিন্তু তবুও কিছু মানুষ ট্রেনে যাতায়াত করেন বিনা টিকিটে। এতদিন ট্রেনে বিনা টিকিটের যাত্রী ধরা পড়লে তার জরিমানা হয়েছে। তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হাওড়া স্টেশনে ক্যাম্প কোর্ট চালু হওয়াতে অপরাধীদের সরাসরি ম্যাজিস্ট্রেটের সামনে আনা হচ্ছে।

RAILWAY CAMP COURT

ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন স্টেশনে এই ক্যাম্প কোর্ট চালু করা হচ্ছে। এই ক্যাম্প কোর্টের প্রধান লক্ষ্য হল যাত্রীরা যেন বৈধভাবে যাতায়াত করেন। তাদের কাছে যেন বৈধ টিকিট থাকে ও লাগেজ বুকিং সম্পর্কে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই বিশেষ কোর্ট চালু হয়েছে।

হাওড়া স্টেশনে এদিন ম্যাজিস্ট্রেটের সামনে ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে আনা হয়েছিল। তাদের কাছ থেকে জরিমানা এবং টিকিটের ভাড়া আদায় করা হয়েছে ২ লক্ষ ৯ হাজার ১০০ টাকা। অর্থাৎ সামান্য টিকিটের টাকা বাঁচাতে গিয়ে এই ব্যক্তিদের পকেট থেকে কয়েক গুণ বেশি টাকা বেরিয়েছে। এরপর থেকে আর টিকিট না কেটে কেউ ট্রেনে ওঠার সাহস দেখাবেন না আশা করা যায়।

আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটেও AC-তে যাওয়া যায়, ৯৯% মানুষ জানেন না

Train

আরও পড়ুন : আর ভিড়ে ঠেলাঠেলি নয়! শিয়ালদা স্টেশনে বসবে এই বিশেষ ব্যবস্থা

উল্লেখ্য এর আগেও ভারতের বিভিন্ন প্রান্তে রেল স্টেশনে এরকম ক্যাম্প কোর্ট বসেছে। শুধু বৈধভাবে যাতায়াত নয়, যাত্রীদের সহবত শিক্ষাও দিচ্ছে রেল। বিস্কুটের প্যাকেট ফেলে ট্রেনের কামরা নোংরা করার জন্য একজন ব্যক্তিকে বিস্কুটের দামের দশগুণ দাম দিতে হয়েছে। এভাবে কার্যত মোটা টাকা জরিমানার মাধ্যমে রেল যাত্রীদের শিক্ষা দিচ্ছে।