আর ভিড়ে ঠেলাঠেলি নয়! শিয়ালদা স্টেশনে বসবে এই বিশেষ ব্যবস্থা

Published on:

New Gate Will Open In Sealdah Station Soon

রেল পরিবহন ব্যবস্থাতে একের পর এক নতুন নতুন সিস্টেম চালু হচ্ছে। গোটা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে একাধিক সুযোগ-সুবিধা বসছে যাত্রীদের জন্য। এবার যেমন শিয়ালদহ শাখাতে নতুন এমন এক পরিবর্তন এলো যে এতে দারুণ উপকৃত হবেন যাত্রীরা। এক ধাক্কায় কমে যাবে শিয়ালদা স্টেশনের ভিড়। জানেন কী সেই ব্যবস্থা?

সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদহ স্টেশনে ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে বসবে বিশেষ প্রবেশ পথ। এই প্রবেশ পথ অনেকটা চওড়া হবে। যার ফলে শিয়ালদহ স্টেশনে যাত্রীরা অনায়াসে ঢুকতে এবং বেরোতে পারবেন। ভিড়ে ঠেলাঠেলি হবে না আর। কবে থেকে চালু হবে এই নতুন গেট?

Sealdah

গত ১৩ ই জুন যাত্রীদের সুবিধার্থে এই প্রবেশপথ চালু করার সিদ্ধান্ত হয়। তবে এখনই যাত্রীরা এই প্রবেশপথ ব্যবহার করতে পারবেন না। তবে খুব বেশি দেরিও নেই আর। অনুমান করা হচ্ছে আগামী জুলাই মাস থেকেই হয়তো বা চালু হয়ে যাবে শিয়ালদহ স্টেশনের এই নতুন গেট। এর ফলে শিয়ালদহ স্টেশনে ঢোকা এবং বেড়ানো আগের তুলনায় সহজ হবে।

বিগত বেশ কয়েক বছর ধরে শিয়ালদহের ১ নম্বর স্টেশনের পাশে প্রফুল্ল দ্বার বন্ধ হয়ে রয়েছে। টিন দিয়ে সিল করে দেওয়া হয়েছে এই গেট। যার ফলে আরও বেশি সমস্যায় পড়েছেন যাত্রীরা। দীর্ঘদিন ধরেই এই গেট খোলার দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। এই গেট খুললো না বটে, তবে শীঘ্রই আরও একটি বড় গেট খুলে যাবে। এর ফলে যাতায়াত আরও সহজ হবে।

আরও পড়ুন : রিজার্ভেশন কামরায় বেআইনি দখলদারি? একটি নম্বরে মেসেজ করলেই দ্রুত খালি হবে সিট

Sealdah

আরও পড়ুন : ভারতে সর্বোচ্চ গতিবেগের ট্রেন কোনটি? দেখুন ভারতের সেরা ১০ দ্রুততম ট্রেনের নাম

উল্লেখ্য শিয়ালদহ স্টেশনে এবার ৯ কামরার বদলে ১২ কামরার ট্রেন চলাচল করবে। আগামী জুলাই মাস থেকে এই ট্রেন চলবে। তখন আরও বেশি সংখ্যক যাত্রী ট্রেনে উঠতে পারবেন। এরই মধ্যে এবার শিয়ালদহ স্টেশনের নতুন গেটের খবর এলো প্রকাশ্যে। স্বাভাবিকভাবেই যাত্রীরা বেশ উৎসাহিত এতে।