দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে স্লিপার ক্লাসই বেছে নেন যাত্রীরা। বিশেষ করে রাতে যাতে আরামে ঘুমিয়ে যাওয়া যায় তার জন্য এই ব্যবস্থা। তবে যাত্রীদের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি কিংবা শারীরিকভাবে অসুস্থ তারা ট্রেনের মিডল এবং আপার বার্থে উঠতে অসুবিধা বোধ করেন। তাদের জন্য লোয়ার বার্থই উপযুক্ত। ট্রেনের লোয়ার বার্থ নিশ্চিতভাবে বুকিং করবেন কীভাবে জানেন?
সাধারণত যাত্রীদের মধ্যে কে কোন বার্থ পাবেন তা নির্ভর করে রেলের বাছাইয়ের উপর। যাত্রী নিজে থেকে বেছে নিতে পারেন না। তবে বয়স্ক ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ট্রেনে বয়স্ক ব্যক্তিরা লোয়ার বার্থের জন্য অগ্রাধিকার পান। কিন্তু সঠিকভাবে বুকিংয়ের নিয়মটা জানতে হবে। রেল জানিয়ে দিয়েছে কীভাবে বার্থ বুকিং করতে হয়।
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সাধারণ কোটায় টিকিট কাটলে সিট থাকলে তবেই সিট পাওয়া যায়। সিট যদি না থাকে তাহলে যাত্রীরা তা পাবেন না। টিকিট কাটার সময় যদি রিজার্ভেশন চয়েস বুক করেন সেক্ষেত্রে লোয়ার বার্থ থাকলে আপনি লোয়ার বার্থই পাবেন। এছাড়া টিকিট যিনি আগে কাটবেন তার লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুন : স্লিপার-এসিতে অবৈধ দখলদারির দিন শেষ! কড়া ব্যবস্থার পথে ভারতীয় রেল
আরও পড়ুন : ভারতের একমাত্র ট্রেন যাতে নেই কোনও টিটি, লাগে না কোনও টিকিটও
তবে সাধারণ কোটার সিট পাওয়ার ব্যাপারে এরকম কোনও বাধ্যবাধকতা নেই। এছাড়া ট্রেনে উঠে যাওয়ার পর লোয়ার বার্থ পেতে হলে আপনি টিটিই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি আপনার সুবিধা মত বার্থ পাইয়ে দিতে সাহায্য করতে পারেন।